X

করোনা হাসপাতাল থেকে | পর্ব ৪

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুন, ২০২০, শুক্রবার

প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

পৃথিবীতে বেঁচে থাকার জন্যে ভালবাসা, শ্রদ্ধা – স্নেহ অত্যাবশকীয়। বিনে পয়সার এই জিনিসগুলোর ঘাটতিই সমাজে বেশি।

উদারতা, সহনশীলতার চর্চা – মায়া, দয়া, ভালবাসার চাষ হয়নি এ সমাজে। এই মৌলিক বিষয়গুলো সমাজকে পোক্তমত টিকিয়ে রাখতে সাহায্য করে।

সকাল বেলা যে লেডি মেডিকেল অফিসার রাউন্ডে এসেছিল, সিস্টার তাঁকে বলে,

“ম্যাডাম, স্যার হচ্ছেন এই ফ্লোরের সবচেয়ে হাসিখুশি পেশেন্ট; যার কোন কমপ্লেইন নেই।”

আমাকে জিজ্ঞাসা করা হল,

 “স্যার, কোন অসুবিধা বোধ করছেন?”

উত্তর দিলাম, না।

 “আপনার ইনভেসটিগেশন রিপোর্ট ভালো।”

অক্সিজেন স্যাচুরেশন, বিপি মেপে তারা হাসিমুখে বিদায় নিল।

কিছুক্ষণ পর সিস্টার আবার এসে ফলের এই ঝুড়িটা টেবিলে রেখে বলল,

“আপনার জন্য কমান্ডান্ট (পরিচালক) স্যারের উপহার।”

ব্রিগেডিয়ার জেনারেল তৌফিককে ধন্যবাদ। আমি ঝুড়িটার দিকে তাকিয়ে থাকলাম। ভালবাসার কাছে পরাজিত হতে আমার আরাম বোধ হয়।

Subha Jamil Subah:
Related Post