X

করোনা দুর্যোগে চিকিৎসকদের পাশে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘স্টেথোস্কোপ’

প্ল্যাটফর্ম প্রতিবেদন,

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২০

দেশের এই দুর্যোগপূর্ণ করোনা কালীন সময়ে ফেসবুক ভিত্তিক মেডিকেল গ্রুপ “স্টেথোস্কোপ মেডিকেল কমিউনিটি” র পক্ষ থেকে বিভিন্ন মেডিকেলে ডাক্তারদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

১ম ধাপে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ মাস্ক, ২০০ জোড়া গ্লাভস ও ৬০ টি হ্যান্ড স্যানিটাইজার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ টি মাস্ক, ১০০ জোড়া গ্লাভস ও ৭০ টি হ্যান্ড স্যানিটাইজার, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ টি মাস্ক, ৫০ জোড়া গ্লাভস ও ৩০ টি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। এছাড়া ২য় ধাপে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ সেট পিপিই (মাস্ক,গ্লাভস, গগলস, গাউন) এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ১২ সেট পিপিই প্রদান করা হয়।

এসব উপহার সামগ্রী প্রদানের সময় স্ব স্ব মেডিকেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বিভাগীয় প্রধান, রেজিস্টার এবং ইন্টার্ণ ডাক্তারগণ উপস্থিত ছিলেন। স্টেথোস্কোপ মেডিকেল কমিউনিটির এই মহৎ উদ্দ্যোগে নওগা মেডিকেল কলেজ এর সাধারণ শিক্ষার্থীগন ও Medical Student session 2018-19 গ্রুপের শিক্ষার্থীরাও অর্থনৈতিকভাবে একাত্বতা প্রকাশ করে।

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post