X

করোনায় প্রাণ হারালেন রামেকের ফার্মাকোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন উর রশিদ

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার,  ২২ অক্টোবর,  ২০২১ইং

প্রাণঘাতী করোনায় প্রাণ হারালেন রাজশাহী মেডিকেল কলেজ ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং রাজশাহী ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন উর রশিদ। গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৬ঃ৩০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

গত ১১ অক্টোবর তিনি কোভিড আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত সোমবার (১৮ অক্টোবর) তাঁর কোভিড নেগেটিভ আসলেও গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল দিকে করোনা পরবর্তী জটিলতায় ইন্তেকাল করেন।

ডা. মামুন উর রশিদ রাজশাহী মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৬৬ বছর।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

রাকিবুল হাসান শাওন:
Related Post