X

করোনার মাঝেই সফলতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন দেশের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ৫ই মে, ২০২০

বর্তমান করোনা পরিস্থিতিতে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা সত্ত্বেও সফলতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন দেশের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা, গড়ছেন নতুন ইতিহাস। গত ২রা মে নিজের অভিজ্ঞতা জানিয়ে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. তাহসিন তাঁর ফেসবুক প্রোফাইলে জানান- করোনা ভাইরাস পরিস্থিতি উপেক্ষা করে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির একটি দল ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ছুটে যান। সুদীর্ঘ ১৪ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে এক রোগীর ওরাল ক্যান্সার জনিত কারণে মুখের ফেলে দেয়া অংশ পুনরায় নির্মাণ করতে সক্ষম হন তাঁরা। এ সময় ল্যাটিসিমাস ডরসি থেকে ফ্ল্যাপ নিয়ে মাইক্রোভাস্কুলার এনাসটোমসিস করা হয়। যা বাংলাদেশের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির ইতিহাসে এক নতুন মাইলফলক অর্জন।
এ সময় দলটির নেতৃত্ব দেন ঢাকা ডেন্টাল কলেজের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের লেকচারার ডা. মুস্তাফিজুর রহমান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন তাঁর সহকর্মীবৃন্দ ডা. মোহাম্মদ উল্লাহ, ডা. সাইফুল আরেফিন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post