X

করোনাকালীন মৃত্যুতে মানুষের অবসাদগ্রস্ত জীবন

প্ল্যাটফর্ম নিউজ, ১১ আগস্ট, ২০২০,
মঙ্গলবার

 বি এম আতিকুজ্জামান
ফ্যাকাল্টি, কলেজ অফ মেডিসিন
ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা
কনসালটেন্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজি এন্ড হেপাটোলজি
সেন্টার ফর ডাইজেষ্টিভ এন্ড লিভার ডিজিজ
অরল্যান্ডো, ফ্লোরিডা

সব প্রশ্নের উত্তর জানি না!

রিভেরা দম্পতি আমার কাছে আসেন গত পনের বছর ধরে।
তাদের পরিবারের সবাই আসে। এমনকি তাদের চার্চের বন্ধুরাও আসে।

আজ মিসেস রিভেরা এসেছেন।
জানতে পারলাম তার অর্ধশতকের জীবন সংগী কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হয়ে চিরতরে চলে গেছেন।

তার নিজেরও কোভিড হয়েছিল। অল্পের ওপর দিয়ে গিয়েছে তা।

রিভেরা সাহেব একজন চমৎকার ভদ্রলোক ছিলেন। বলিউডের ছবি দেখতেন। আমাকে বলতেন তুমি চলচ্চিত্রে অভিনয় করো।

তার একটি সন্তান নিউইয়র্কে কোভিডে আক্রান্ত হয়ে চলে গেছে ওপারে।

ভীষন অবসাদগ্রস্হ এবং বিষন্ন তিনি!

আমাকে জিগ্যেস করলেন আর কতো মৃত্যু দেখতে হবে ডাক্তার?

এ মুহুর্তে প্রতি আশি সেকেন্ডে একজন করোনাআক্রান্ত রোগী মারা যাচ্ছেন।

আমি মিসেস রিভেরাকে আজ কোন উত্তর দিতে পারলাম না।

Sayeda Alam:
Related Post