X

অধ্যাপক ডা. আসাদুল হক খান আর নেই

প্ল্যাটফর্ম নিউজ, ১১ আগস্ট, ২০২০, মঙ্গলবার

নাক, কান ও গলা বিভাগের প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডা. আসাদুল হক খান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ (১১ আগস্ট) মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক বিকেল ৫ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

গত ৯ আগস্ট (রবিবার) করোনা উপসর্গ নিয়ে তিনি ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকলে আজ সকালে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার পরও মারা যান। তিনি উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগে (বাইফ্যাসিকুলার ব্লক) ভুগছিলেন।

অধ্যাপক ডা. আসাদুল হক খান রাজশাহী মেডিকেল কলেজের সাবেক ছাত্র। তিনি রংপুর মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। সর্বশেষ তিনি নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ও উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন রাজধানীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে। ব্যক্তিজীবনে তিনি একজন ভালো চিকিৎসকের পাশাপাশি সৎ, সজ্জন ও গুণী মানুষ ছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Abdullah Al Maruf:
Related Post