X

ওয়ার্ল্ড কুইজ চ্যাম্পিয়নশিপে চিকিৎসা শিক্ষার্থীদের সাফল্য

এবারের ২০১৫ সালের ওয়ার্ল্ড কুইজ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ অধ্যায়ে মেডিকেল স্টুডেন্টদের সাফল্য:
প্রথমঃ ওয়াসি আহমেদ মেরাজ (৪১ ব্যাচ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
চতুর্থঃ মোসাব্বির আহমেদ (৩৯ ব্যাচ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
পঞ্চমঃ আয়েশা আক্তার রিনা (কে ৬৯ ব্যাচ, ঢাকা মেডিকেল কলেজ)
সপ্তমঃ মিয়া আহমেদ যুবাইর (কে ৬৯ ব্যাচ, ঢাকা মেডিকেল কলেজ)
নবমঃ তানভির লতিফ (৪১ ব্যাচ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
সবাইকে অভিনন্দন।

এ কথা প্রণিধানযোগ্য যে ২০০৯,২০১১,২০১২,২০১৩ চার বছর ওয়ার্ল্ড কুইজিং চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ অধ্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন এক ডাক্তার। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে ৬৪ ব্যাচের ছাত্র ডা আহমেদ ফায়েজি তমাল। এর মধ্যে ২০১০ সালে রানার্স আপ ছিলেন কে ৬৪ ব্যাচেরই ডা. শেখ মাহমুদ হাসান এবং ২০১১ সালে রানার্স আপ হন কে ৬৬ ব্যাচের ডা. রজত দাশ গুপ্ত।
২০০৮ সালে বাংলাদেশে ওয়ার্ল্ড কুইজিং চ্যাম্পিয়নশিপ যখন প্রথম চালু হয় তখনও চ্যাম্পিয়ন ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে ৫৯ ব্যাচের ছাত্র ডা. রিফাত হায়দার।

সংবাদ দাতা: জয়ন্ত সেন আবীর (ঢাকা মেডিকেল কলেজ)
পরিমার্জনা: বনফুল

Banaful:
Related Post