X

এসজিডির ৬ নং লক্ষ্য ওয়াটার ও স্যানিটেশন নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে গোলটেবিল বৈঠক

২৪ জানুয়ারি , ২০২০

আজ ২৪ শে জানুয়ারি, ২০২০ ইং তারিখে ” WASH in Healthcare Facilities and SGD Goal-6″ এর উপর এক গোলটেবিল বৈঠক আলোচনার আয়োজন করা হয়। দৈনিক ভোরের কাগজের কনফারেন্স কক্ষে আলোচনা সভাটি শুরু হয় বেলা ১০.০০ ঘটিকায়।
গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন সম্পাদক শ্যামল দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মোঃ জাহিদ মালেক। দেশের শীর্ষ স্থানীয় এনজিও প্রধানগণের উপস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিত্ব করেন ডা.শফিউর রহমান। আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ সহ খ্যাতিমান বিদেশী দাতাদের প্রতিনিধি।এসডিজি ‘র ৬নং লক্ষ্য ‘ওয়াটার ও স্যানিটেশন’ কে কেন্দ্র করে গোলটেবিল বৈঠকটির আয়োজন করা হয়।
উল্লেখ্য WASH ( Water, Sanitation and hygiene) প্রোগ্রাম এর মাধ্যমে একযোগে নিরাপদ পানি, পর্যাপ্ত স্যানিটেশন ও স্বাস্থ্যশিক্ষার উপর জোর দেয়া হয়। এর মাধ্যমে রোগের প্রকোপ ও মৃত্যুহার যেমন কমানো সম্ভভ তেমনি এটি আর্থ-সামাজিক উন্নয়ন ও দরিদ্রতা দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

নিজস্ব প্রতিনিধি /নাজমুন নাহার মীম

Publisher:
Related Post