X

নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করলো কর্ণেল মালেক মেডিকেল কলেজ

২৪ জানুয়ারি , ২০২০

মানিকগঞ্জ জেলার জয়রায় নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলো মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ। শুক্রবার বেলা ১১ টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন মেডিকেল কলেজটির একাডেমি ভবন, ছাত্র ছাত্রীদের পৃথক হোস্টেল উদ্বোধন করেন।

২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে। জনগণের ট্যাক্সের টাকায় মেডিকেল কলেজের স্থাপনা যেমন গড়ে উঠছে তেমনি ট্যাক্সের টাকায় শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যয় হচ্ছে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভালোমনের ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে হবে। সেবার মন-মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।”

মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে নবীন-বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার শিশির রঞ্জন দাস, ২য় ব্যাচের শিক্ষার্থী ওলী আহমেদ এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন।

মন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে সারাদেশে মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্য সেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজগুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজকে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশের হাসপাতালগুলোতে পাবলিক টয়লেট নির্মাণসহ পুরনো ৮টি মেডিকেল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে সরকারীভাবে অনুমোদিত নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে অন্যতম একটি হল মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলায় অবস্থিত কর্ণেল মালেক মেডিকেল কলেজ। কলেজটি মেডিসিন অনুষদের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ৫১ জন শিক্ষার্থী নিয়ে ২৬ জানুয়ারি ২০১৫ সালের এটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। এটি মানিকগঞ্জ নার্সিং কলেজ থেকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম শুরু করে।

প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

Publisher:
Related Post