X

এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস উদ্বোধন পহেলা আগস্ট

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

আগামী ১ আগস্ট এমবিবিএস কোর্সে সদ্য ২০-২১ সেশনে ভর্তিকৃত মেডিকেল ১ম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উদ্বোধন হবে। যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঐদিন বেলা ১১:০০ টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ‘ভার্চুয়ালি’ অংশগ্রহণে সম্মতি জ্ঞাপন করেছেন।

ইতিঃপূর্বে গত ২ এপ্রিল ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দেশব্যাপী ১৯ টি কেন্দ্রের ৫৫ টি ভেন্যুতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ই এপ্রিল প্রকাশিত ফলাফলে উক্ত পরীক্ষায় ৪৮ হাজারেরও অধিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

এরপর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ক্রম অনুসারে সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। সর্বশেষ গত ৩০ জুন বেসরকারি মেডিকেল কলেজের আবেদন শেষ হয়। 

ছবিঃ বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার এক কেন্দ্রের বাইরের চিত্র

করোনা পরিস্থিতির কারণে বর্তমানে দেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজে অনলাইন ক্লাস চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় নতুন ভর্তিকৃত এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থীরা এবার অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

H M Sayemul Karim:
Related Post