X

এবার নিজেদের কোভিড-১৯ মুক্ত ঘোষণা করলো নিউজিল্যান্ড

প্ল্যাটফর্ম  নিউজ, ৮ জুন ২০২০, সোমবার

নিউজিল্যান্ডকে কোভিড-১৯ মুক্ত হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার বিকালে এ ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আর কোনও কোভিড-১৯ রোগী অবশিষ্ট নেই।

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডে নতুন করে কোনও সংক্রমণের ঘটনা ঘটে নি। সোমবার দেশটির সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর ফলে যে স্বল্প কয়টি দেশ নিজেদের কোভিড-১৯ মুক্ত ঘোষণা করেছে তাদের মাঝে উঠে এলো নিউজিল্যান্ড। এর আগে মন্টেনিগ্রো, ফিজি, ফ্যারো আইসল্যান্ড নিজেদের কোভিড-১৯ মুক্ত ঘোষণা করে।

কয়েক সপ্তাহ ধরে পৃথিবীর সবচেয়ে কঠোর লকডাউন পালনকারী দেশগুলোর একটি নিউজিল্যান্ড। প্রথমে তারা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়। সর্বশেষ আক্রান্তের সংখ্যা শূন্যতে নামিয়ে আনতে সমর্থ হয় দেশটি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার্স-এর তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট এক হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়। গত ২৮ ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে কোনও কোভিড-১৯ রোগী নেই।

Anisur Riad:
Related Post