X

এপ্রিল পর্যন্ত জাপানের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

২৭শে ফেব্রুয়ারি,২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে এপ্রিল মাস পর্যন্ত জাপানের সকল প্রাথমিক,মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে৷ করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদভুক্ত মন্ত্রীদের নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি একথা বলেন৷

শিনজো আবে বলেন,”প্রত্যেক অঞ্চলে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ রোধে সরকার কাজ করছে৷ আর আগামী এক অথবা দুই সপ্তাহ খুবই সংকটময় সময় যাবে৷”

ইতোমধ্যেই জাপানে করোনা’য় (COVID-19) আক্রান্তের সংখ্যা প্রায় নয় শত ছাড়িয়েছে৷ এরূপ পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সরকার আপোসহীনভাবে কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী শিনজো আবে৷

জাপানটাইমস অবলম্বনে
নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার

Publisher:
Related Post