X

এণ্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ’১৭ : ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতাল’র আয়োজন

বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৭ উপলক্ষে গত ৩ ডিসেম্বর সচেতনতামূলক অনুষ্ঠান হয় ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে।

এ অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা ব্লুজ, ঢাকা মিডটাউন ও ঢাকা মিডভ্যালী লিও ক্লাব।

এতে উপস্থিত ছিলেন লায়ন আন্তর্জাতিক জেলা ৩১৫ বি২ এর গভর্ণর লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মোবারক হোসেন, লিও মাল্টিপল জেলা ৩১৫ এর প্রেসিডেন্ট লিও কাজী জিয়া উদ্দিন বাসেত এবং লিও আন্তর্জাতিক জেলা ৩১৫ বি২ এর প্রেসিডেন্ট লিও কাজী তরিকুল ইসলাম অভি।

অনুষ্ঠানে লায়ন্স নেতৃবৃন্দ এবং রোগীর আত্মীয় স্বজনদের অ্যান্টিবায়োটিক সচেতনতা সম্পর্কে শপথ, সই গ্রহণ ও সাধারণ মানুষকে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে সচেতন করা হয় এবং বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।

Banaful:
Related Post