X

একটি জন্মগত ত্রুটি ও সংবাদ পত্রের মিথ্যাচার, ডাক্তারের ভোগান্তি

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের ফেসবুক পেইজ থেকে প্রচারিত একটি সংবাদের জেরে ভাংচুর হলো ক্লিনিক, গ্রেফতার হলো ডাক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও ডাক্তারদের নামে বিষোদগার করা হলো। ডাক্তার অপারেশন করার সময় পেটের নাড়িভুড়ি বের করে ফেলেছে নামের এক কাল্পনিক অভিযোগ আনা হলো ডাক্তারের বিরুদ্ধে। অথচ এটি একটি জন্মগত ত্রুটি। আসুন সেই জন্মগত ত্রুটি সম্পর্কে জেনে নেই।

GASTROSCHISIS

Gastroschisis হলো একটি জন্মগত ত্রুটি, যেটাতে শিশুর পেটের (abdominal wall) সামনের কিছু অংশ জন্মগত ভাবে তৈরী হয় না ফলশ্রুতিতে বেরিয়ে আসে অন্ত্রের ( নাড়িভুঁড়ি /intestine) কিছু অংশ, এমন কি যকৃত (কলিজা/ Liver)|

কেন হয়?

১. জন্মগত ত্রুটি যা জিনগত (genetic defect) ত্রুটির কারনে হয়।
২. মায়ের যদি খুব অল্প বয়স থাকে তাহলে gastroschisis হবার সম্ভবনা বাড়ে।
৩. যদি কোন মা ধুম্পান বা মদ্যপান করে, তাহলে এর সম্ভবনা বাড়ে।
৪. Atrazine নামক হার্বিসাইডের সংস্পর্শে আসলে।
৫. গর্ভাবস্থায় অ্যাসপিরিন নামক ওষুধ খেলে।

একই রকম দেখতে আরেকটি জন্মগত ত্রুটি হলো Omphalocele যাতে পেটের সামনের অংশ তৈরী হয়না ফলে অন্ত্র, যকৃত প্রভৃতি বের হয়ে আসে, তবে বের হয়ে আসা অংশ একটি আবরনে ঢাকা থাকে।

কিভাবে জানা যায়?

গর্ভাবস্থায় নিচের পরীক্ষার মাধ্যমে জানা যায়–
১. Anomaly scan
2. maternal serum alpha feto protein

ফলাফল:

১. বাচ্চার ওজন কমে যাওয়া
২. সময়ের আগেই বাচ্চা হওয়া
(preterm delivery)
৩. মৃত বাচ্চা প্রসব
৪. জন্মের পরে বাচ্চার মৃত্যু

করনীয়

১. বাচ্চা হবার সাথে সাথে paediatric surgeon মাধ্যমে অপারেশনের মাধ্যমে পেটের সামনের অংশ মেরামত করতে হবে।

২. বাচ্চা কে মুখে খাবার দেয়া যাবে না, শিরা পথে পুষ্টি সরবরাহ করতে হবে।

৩. এন্টিবায়োটিক দিতে হবে।

দুঃখজনক হলেও সত্য এমন একটি জন্মগত ত্রুটিকে ডাক্তারের বাচ্চার পেট কেটে ফেলা বলে প্রচারনা হচ্ছে। সবার জানা প্রয়োজন, যাচাই করা প্রয়োজন সত্যটা কি।

ঘুরে আসুন Google, www.cdc.gov, Wikepedia.

ডাঃ আজমেরি বিনতে ইসলাম।

drferdous:
Related Post