X

ইন্টার্নশীপ দুই বছর করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজপথে কেয়ার মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা

কেয়ার মেডিকেল কলেজ এর ছাত্রছাত্রীবৃন্দ তাদের ইন্টার্নশিপকে এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার, ২ সেপ্টেম্বর,২০১৯ এক ঘন্টা শান্তিপূর্ণ মানববন্ধন এবং র‍্যালী করেছে।
সর্বশেষ সরকারী খসড়া নোটিশ অনুসারে, একজন ইন্টার্নকে দুই বছর ইন্টার্নশিপ শেষ করতে হবে – এক বছর সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলিতে এবং এক বছর কোনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সিদ্ধান্তের প্রতিবাদে, কলেজের ছাত্রছাত্রীবৃন্দ দুপুর বারোটার দিকে কলেজের সামনে জড়ো হয়ে দুপুর ১ টা অবধি শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখে। সরকার সিদ্ধান্তটি প্রত্যাহার না করলে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে এই হুশিয়ারী জানিয়েছে সকল শিক্ষার্থী।

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post