X

আবারো চিকিৎসকের উপর হামলাঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

ডাক্তার কোথায় নিরাপদ????
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২২নং ওয়ার্ডে কর্মরত থাকা অবস্থায় রুগীর একজন লোকের সাথে ধাক্কা লাগার জের ধরে
ডা: পরাগকে (৫২তম এমবিবিএস) রুগীর ৫/৬ জন এটেন্ডেন্ট মেরে রক্তাক্ত করে পালিয়ে যায়,,,,
আজ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল,,,
কাল

শেষ খবর পাওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকগণ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছেন।

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (7)

  • প্রশাসনিক ব্যবস্হা ছাড়া , এগুলো বন্ধ হবেনা।

  • পরাগকে হোস্টেল লাইফে আমার পাশের রুমে পেয়েছি। ওর মতো ভদ্র ছেলে এযুগে দুর্লভ। শুনলাম বিএমএ নির্বাচন হয়েছে কিছুদিন আগে। রাজশাহীর বিএমএ আগের মতোই নপুংসক থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নাই।

  • সুতরাং যতদিন না ও সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে যোগদান করতে পারছে, তার সহপাঠী সহকর্মী বন্ধুরা কাজে যোগ দিবে না। শক্ত করে ধরে বসে থাকতে হবে। কিভাবে বিচার হলে উপযুক্ত শাস্তি হয় , তা নিশ্চিত না করে আর মার খাওয়া নয়। যারা আগের ব্যাচ, তার আগের ব্যাচ, তার আগের.....সবাই প্রাপ্ত প্রতিশ্রুতর শ্রুতিমধুর বাণী গুলো নিয়ে আসুন হিসাবটা মিলাই, ছোট ভাই বোন দের জন্য। এটুকু পারতেই হবে। সংগ্রাম চলবে।

Related Post