X

আনুষ্ঠানিক নাম পেল নভেল করোনা ভাইরাস ২০১৯

১৬ ফেব্রুয়ারি, ২০২০

সম্প্রতি বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করা চীনের উহান প্রদেশ থেকে আবিষ্কৃত ‘নভেল করোনাভাইরাস’ বা ‘উহান করোনাভাইরাস’ এর আনুষ্ঠানিক নাম দেয়া হয়েছে ‘সার্স করোনাভাইরাস-২’ এবং এই ভাইরাস কর্তৃক সৃষ্ট রোগটির নাম দেয়া হয়েছে ‘করোনাভাইরাস ডিজিস- ২০১৯’ ।

২০০২ সালে বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করা ‘সার্স করোনা ভাইরাস’ এর সাথে সর্বাধিক জিনগত সাদৃশ্য থাকায় International Committee on Taxonomy of Viruses (ICTV) নব্য আবিস্কৃত এই ভাইরাসটির নাম রাখে ‘Severe acute respiratory syndrome Corona Virus 2’ সংক্ষেপে ‘SARS CoV-2’।

অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নামকরণ করে ‘Corona Virus Disease 2019’ সংক্ষেপে ‘COVID-19’। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডানম গ্যাব্রিউসাস বলেন, “আমাদের এমন একটি নাম খুঁজে বের করতে হতো যা কোন ভৌগলিক জায়গা, প্রাণী, কোন ব্যক্তি অথবা জনগোষ্ঠীকে নির্দেশ করে না এবং যে নামটি হবে সহজবোধ্য ও সৃষ্ট রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ” ।

উল্লেখ্য, যেকোনো নতুন প্রজাতির ভাইরাস আবিষ্কৃত হলে তার আনুষ্ঠানিক নামকরণের আগ পর্যন্ত তাকে ‘নভেল ভাইরাস’ বলা হয়। অর্থাৎ এই আনুষ্ঠানিক নামকরণের সাথে সাথেই SARS CoV-2 ভাইরাসকে আর নভেল করোনাভাইরাস বা উহান করোনাভাইরাস বলে অভিহিত করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক/অভিষেক কর্মকার জয়
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেশন: ২০১৬-১৭

Urby Saraf Anika:
Related Post