X

আজ রাতে প্ল্যাটফর্মের আয়োজনে কোভিড-১৯ ম্যানেজমেন্ট ওয়েবিনার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ মে ২০২০, শনিবার

কোভিড-১৯ এর কমিউনিট এবং নন-ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে প্ল্যাটফর্ম।

আজ রাত আটটায় কোভিড-১৯ এর কমিউনিটি এবং নন-ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে প্ল্যাটফর্মের ফেসবুক পেজে লাইভে আসবেন ডা. ইউসুফ আল মামুন, এমডি এবং ডা. জিয়াউদ্দিন আহমেদ।

ডা. ইউসুফ আল মামুন কুইন্স হস্পিটাল, নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক যিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্ত এলাকায় প্রথম থেকেই ফ্রন্টলাইনে নেতৃত্ব দিয়েছেন। তিনি একই সাথে বিএমএ নর্থ আমেরিকার সায়েন্টিফিক ও সোশ্যাল সেক্রেটারি হিসেবে একাধিকবার দেশের চিকিৎসকদের সাথে ক্লিনিক্যাল ওয়েবিনার আয়োজন করেছেন।

ডা. জিয়াউদ্দিন আহমেদ একজন কিডনি বিশেষজ্ঞ এবং টেম্পল ইউনিভার্সিটিতে অধ্যাপক। তিনি কোভিড-১৯ রোগীর কিডনি রোগ সংক্রান্ত দিকগুলো আলোচনা করবেন।

ওয়েবিনারে আরো উপস্থিত থাকবেন ডা. ফরহাদ উদ্দীন চৌধুরী মারুফ, সংক্রামক রোগ এপিডেমিওলজিস্ট, রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি ন্যাশনাল গাইডলাইনের এবং কোভিড-১৯ ম্যানেজমেন্টের বিভিন্ন দিক তুলে ধরবেন।

প্যানেলিস্টরা প্রেজেন্টেশন শেষে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণকারীরা প্যানেলিস্টদের প্রশ্ন করতে পারবেন।

প্ল্যাটফর্ম ফেসবুক পেজ লিংক- facebook.com/Platform

Platform:
Related Post