X

আগামীকাল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে অটিজম ওয়ার্কশপ ও পোষ্টার প্রতিযোগিতা

আগামী ২২ শে ডিসেম্বর,২০১৮ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে Re-thinking Autism শীর্ষক অটিজম বিষয়ক ওয়ার্কশপ এবং সায়েন্টিফিক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সকল এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।।

আমাদের দেশে বর্তমানে প্রতি ৬৩ জন শিশুর মধ্যে ১ জন শিশুর অটিজম এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যা ভাবিয়ে তুলছে আমাদের সমাজকে, বিশেষত এই ডাক্তার সমাজকে।
এই জটিল সমস্যাকে চিকিৎসাবিজ্ঞানের ছোঁয়ায় সহজতর করার উদ্দেশ্যে উদ্যোগ নিয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের একদল তরুণ শিক্ষার্থী। তাদের এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছে উক্ত মেডিকেল কলেজ কতৃপক্ষ এবং টিম প্লাটফর্ম।
গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত মেডিকেলের ৫ বছরের পথযাত্রায় এই প্রথমবারের মত ওয়ার্কশপ এবং সায়েন্টিফিক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে অনুষ্ঠানের মূললক্ষ্য হলো চিকিৎসা বিজ্ঞানের মানুষদের মধ্যে অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং ব্যবস্থাপনা।
অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি :
**ওয়ার্কশপ**
টাইটেল: Re-thinking Autism
বিষয়বস্তু : অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং ব্যবস্থাপনা
আসন সংখ্যা: ১০০
** সায়েন্টিফিক পোস্টার কম্পিটিশন **
টাইটেল: Re-thinking Autism
উক্ত অনুষ্ঠানে স্পিকার হিসেবে থাকছেন
* ডা. হেলাল উদ্দিন আহমদ
সহযোগী অধ্যাপক (চাইল্ড অ্যালডোসেন্স এন্ড ফ্যামিলি সাইকিয়াট্রি, ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ)
* ডা. নিয়াজ মোহাম্মদ খান
সহকারী অধ্যাপক ( সাইকিয়াট্রি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল)
* ডা. নাজনীন রুবি
সহকারী অধ্যাপক ( পেডিয়াট্রিক নিউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল)

ফিচার রাইটার : ফাহমিদা হক
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
সেশন: ২০১৬-১৭

ওয়েব টিম:
Related Post