X

অবিশ্বাস্য টিউমার অপসারণ: ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ।

৩০ জুলাই ২০১৮, সোমবার, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে এক রোগীর চোয়ালের বৃহদাকার টিউমার (জায়ান্ট এমেলোব্লাস্টোমা অব ম্যান্ডিবল) সফলভাবে অপসারণ করেছেন উক্ত বিভাগের শল্যচিকিৎসকগণ। রোগীনী বিগত ৭ বছর ধরে এই টিউমার বয়ে বেড়াচ্ছিলেন যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। এ টিউমারের দৈর্ঘ্য-প্রস্থ ছিল ২৮*২০ সে.মি. এবং ওজন ৬ কেজি। সাধারণ এনেস্থেশিয়া দিয়ে টিউমার, চোয়ালের ক্ষতিগ্রস্ত হাড় (ম্যান্ডিবল) ও উপরের চামড়া অপসারণ করা হয় এবং টাইটেনিয়ামের প্রলেপযুক্ত এসএস রিকন. প্লেট দিয়ে কৃত্রিমভাবে তৈরি একটি হাড় (ম্যান্ডিবল) চোয়ালে প্রতিস্থাপন করা হয়। এ জটিল অপারেশনটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইসমত আরা হায়দার, সহযোগী অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ প্রমুখ। আর এনেস্থেশিয়া সম্পন্ন করেন অধ্যাপক ডাঃ হাসিনা। এভাবেই নীরবে কাজ করে যাচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল। এখানেই আছে বাংলাদেশে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারীর সবচেয়ে বড় আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সী বিভাগ। মুখের যে কোনো টিউমার, আলসার, ক্যান্সার, ইনফেকশন, দুর্ঘটনায় ভাঙা কিংবা আঘাত, জন্মগত ত্রুটি, জয়েন্টের রোগ, লালাগ্রন্থীর রোগ, চেহারার সৌন্দর্যজনিত জটিলতা ইত্যাদির সঠিক এবং পরিপূর্ণ চিকিৎসা সুবিধা রয়েছে এখানে।

লেখক: ডাঃ জুয়েল রানা
সেশন ২০০৬-০৭
ঢাকা ডেন্টাল কলেজ

প্ল্যাটফর্ম ফিচার রাইটার: সামিউন ফাতীহা

সেশন ২০১৬-১৭, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

Mahbubul Haque:
Related Post