X

অপেক্ষমান প্রথম ২ হাজার চিকিৎসকের নামই সুপারিশ করবে পিএসসি

প্ল্যাটফর্ম নিউজ
২৮ এপ্রিল, মঙ্গলবার, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

৩৯তম বিশেষ বিসিএসে পিএসসি থেকে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ করা হয়। ঘোষণা করা হয় উত্তীর্ণ ৮ হাজার ৩৬০ জনের নাম। এখন অপেক্ষমান তালিকা থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে নিশ্চিত করেছে পিএসসি।

মঙ্গলবার (২৮শে এপ্রিল) বৈঠক শেষে কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, “স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পিএসসির কাছে দুই হাজার চিকিৎসক নিয়োগের চিঠি পাঠানো হয়েছে। চাহিদাপত্রে ৩৯তম বিসিএস এর কথা উল্লেখ রয়েছে। দ্রুত নিয়োগ করতে হলে ৩৯তম বিশেষ বিসিএস এর অপেক্ষমান তালিকার বিকল্প নেই। আমরা আজকে একটি বিশেষ সভা করেছি এবং চেষ্টা করছি দ্রুত সুপারিশ করতে।”

অপেক্ষমান তালিকার মধ্য থেকে ৫৬৪ জনকে ফেব্রুয়ারি মাসে পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্য থেকে ৫৩৫ জনকে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নন-ক্যাডারে সুপারিশ পাওয়া ডাক্তাররা চাইছেন, নতুন ২ হাজার চিকিৎসক যেখানে নেওয়া হবে সেখানেই যুক্ত হতে। কারণ বিশেষ বিসিএসে নন–ক্যাডারের যে তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকার প্রথম দিকে তাদের অবস্থান। সেই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে নন-ক্যাডার কোনো পদ ছিল না বলে তাদের অন্য অধিদপ্তরে সুপারিশ করা হয়। তাই এখন স্বাস্থ্য মন্ত্রনালয়ের পদ খালি থাকা সাপেক্ষে তারাই মেধা তালিকার ভিত্তিতে অগ্রাধিকার পাওয়ার যোগ্য বলে দাবি তাদের। বিষয়টি নিয়ে আজকে পিএসসির বৈঠকে আলোচনা হয়েছে।

পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, “আমরা এমন কিছু করব না যাতে কেউ বঞ্চিত হন। পরিবার পরিকল্পনা বিভাগে যারা নিয়োগের সুপারিশ পেয়েছেন, তাদের বিষয়টি আমরা দেখবো। খুব দ্রুতই আমরা নতুন দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করবো।”

পিএসসি সূত্রে আরো জানা গিয়েছে, আগের ৫৬৪ জনের সুপারিশ বাতিল করা হয়েছে।
মেধাতালিকা অনুযায়ী এখন প্রথম ২ হাজার চিকিৎসকের তালিকা করা হবে এবং তাদের নাম সুপারিশ করা হবে।

উল্লেখ্য, ২ হাজার চিকিৎসকের মধ্যে ঢাকা মেডিকেলে ৮০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ৬০ জন, মুগদা হাসপাতালে ৫০ জন, পুরাতন ৭ টি মেডিকেল কলেজে ৫০ জন করে ৩৫০ জন, বাকি ৬টি মেডিকেল কলেজে ৩০ জন করে ১৮০ জন, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৫০ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ জন, বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে ২০ জন, মাতৃ ও শিশু প্রশিক্ষণ কেন্দ্রে ২০ জন, ৫৩ টা জেলা সদর হাসপাতালে ১০ জন করে ৫৩০ জন, বসুন্ধরা কোভিড হাসপাতালে ৪০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হাসপাতালে ২০০ জন চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

হৃদিতা রোশনী:
Related Post