X

অনুমোদন ব্যতীত বৈদেশিক এমএসসি ডিগ্রির স্বীকৃতি দিবে না বিএমডিসি

১৫ জানুয়ারি ২০২০: সংশ্লিষ্ট দেশের মেডিকেল কাউন্সিলের স্বীকৃতি ছাড়া বিদেশ হতে প্রাপ্ত মেডিকেল ও ডেন্টাল চিকিৎসদের এমএসসি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

গত আট ডিসেম্বর বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসাইন স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন বলেন, ‘যারা বিদেশ থেকে এমএসসি ডিগ্রি নিয়ে আসবেন, তাদেরকে সংশ্লিষ্ট দেশের মেডিকেল কাউন্সিল থেকে তা অনুমোদন করিয়ে আনতে হবে। পরে আমাদের কাছে সমস্ত কাগজ-পত্র জমা দেওয়া হলে আমাদের কমিটি এসব পর্যবেক্ষণ করে তা গ্রহণযোগ্য কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘আগে থেকেই এ বিষয়ে জানালো হলো, যাতে বিদেশ থেকে যারা ডিগ্রি অর্জন করছেন, তারা যেন এটি অনুমোদন করিয়ে আনতে পারেন। সংশ্লিষ্ট দেশের কোনো অনুমোদন না থাকলে আমাদের এখানে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।’

এর মাধ্যমে স্বাস্থ্যখাতের জন্য ভালো কিছু হবে বলে আশা করছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল।

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাজমুল হক

Platform:
Related Post