X

আ্যন্টিবায়োটিক বিক্রয়কারী ফার্মেসী ও ব্যবহারকারীদের প্রতি জারি হল সরকারি নির্দেশনা

গত ১৪-১-২০২০ ইং তারিখ, মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে এন্টিবায়োটিক ওষুধ বিক্রয়কারী ফার্মেসী ও ওষুধ ব্যবহারকারীদের প্রতি নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিটি নিম্নরূপ-
১। অ্যান্টিবায়ােটিক ঔষধ বিক্রয়কারী ফার্মেসীর প্রতি নির্দেশনা:
* রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরেকে অ্যান্টিবায়ােটিক বিক্রয় বা বিতরণ করা যাবে না।
* স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ অ্যান্টিবায়ােটিক বিক্রয়ের ক্যাশমেমাে প্রদান করূন।
* অ্যান্টিবায়ােটিক ক্রয়-বিক্রয়ের তথ্যাদি রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করুন।
* রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরেকে অ্যান্টিবায়ােটিক বিক্রয় বা বিতরণ করলে এবং অ্যান্টিবায়ােটিক ক্রয়-বিক্রয়ের তথ্যাদি সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
* রােগী অ্যান্টিবায়ােটিক-এর ফুল কোর্স যাতে গ্রহণ করে সে বিষয়ে পরামর্শ প্রদান করুন এবং ফুল কোর্স অ্যান্টিবায়ােটিক
সরবরাহ নিশ্চিত করুন।

২। অ্যান্টিবায়ােটিক ঔষুধ ব্যবহারকারীদের প্রতি পরামর্শ :
* রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র মােতাবেক অ্যান্টিবায়ােটিক ক্রয়, সেবন বা ব্যবহার করুন।
* বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ অ্যান্টিবায়ােটিক ক্রয়ের ক্যাশমেমাে সংরক্ষণে রাখুন।
• চিকিৎসকের পরামর্শ মােতাবেক সঠিক মাত্রায়, সঠিক পদ্ধতিতে পূর্ণকোর্স অ্যান্টিবায়ােটিক ব্যবহার করুন।
* সঠিক মাত্রায়, সঠিক পদ্ধতিতে পূর্ণকোর্স অ্যান্টিবায়ােটিক ব্যবহার না করলে রােগ-জীবাণু অ্যান্টিবায়ােটিক প্রতিরােধী
হয়ে যায় যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
* শারীরিকভাবে সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের ব্যবস্থাপত্র মােতাবেক অ্যান্টিবায়ােটিক-এর পূর্ণ কোর্স সম্পন্ন করুন।

চীফ রিপোর্টার/ হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post