X

Post Graduation in Dentistry :স্বপ্ন, বাস্তবতা ও প্রাসঙ্গিক কথা

২০১৬ সালে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বলার সময় এসেছে, BDS এর পর Post Graduation শুধু একটি সুন্দর স্বপ্নই নয়, বরং একটি প্রতিষ্ঠিত ক্যারিয়ারের অন্যতম পূবশর্ত।

যে সব ডিগ্রী আমাদের জন্য :
1. FCPS ( Fellow of College of Physicians & Surgeons)
2. MS ( Master of Surgery)
3. DDS ( Diploma in Dental Surgery) এবং
M.Phil ( প্রস্তাবিত)

যে সব বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করা যায় ::
1. Oral & Maxillofacial Surgery ( FCPS, MS)
2. Conservative & Endodontics ( FCPS, MS)
3. Orthodontics ( FCPS, MS)
4. Prosthodontics ( FCPS, MS)
5. Pediatric Dentistry ( MS – প্রস্তাবিত)
6. Dental Surgery ( DDS)

এছাড়া Basic Subject যেমন Oral Anatomy, Dental Pharmacology তে M. Phil চালু হওয়ার বিষয়টা সবোচ্চ নীতি নিধারকগনের বিবেচনাধীন রয়েছে, যেটা খুব শীঘ্রই চালু হবে, এমনটাই আশা সবার।

ডিগ্রী ভেদে সময়কাল :
FCPS – চার বছর ( Part -1 & Part – 2)
MS – পাচঁ বছর ( Phase – A & Phase – B)
DDS – দুই বছর

কোন পরীক্ষা কবে :

FCPS – বছরে ২ বার, জানুয়ারি আর জুলাই মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা হয় ৩ দিন ব্যাপী , BCPS ( Bangladesh College of Physicians & Surgeons) এই পরীক্ষার নিয়ন্ত্রক, পরীক্ষার কেন্দ্র – মহাখালী, ঢাকা। পরীক্ষার জন্য Form fillup করতে হয় নভেম্বর আর মে মাসে যথাক্রমে জানুয়ারি আর জুলাই সেশনের জন্য।

MS – বছরে ১ বার, নভেম্বর মাসের প্রথমার্ধে এই পরীক্ষা হয় ১ দিন ব্যাপী, BSMMU এই পরীক্ষার নিয়ন্ত্রক, কেন্দ্র – BUET. অক্টোবর মাসে Form fill করতে হয়।

DDS – বছরে ১ বার, মার্চ মাসে এই পরীক্ষা হয়, নিয়ন্ত্রক – BSMMU. ফেব্রুয়ারিতে Form fillup করতে হয়।

পরীক্ষার জন্য যোগ্যতা :::

FCPS –
BDS পাশ করার পর ১ বছর / ১ বছর ইন্টার্ন শীপ করার পর এই পরীক্ষা দেয়া যাবে। লাগবে – BMDC Registration Number ( Permanent), 1 year Internship Completion Certificate আর BDS পাসের Certificate ( University প্রদত্ত)

MS –
BDS পাশ + ১ বছর ইন্টার্ন শীপ + ১ বছর গ্যাপ মানে BDS পাসের ২ বছর পর এই পরীক্ষা দেয়া যাবে। কেউ যদি ফেব্রুয়ারি ২০১৬ তে BDS পাস করে, তাহলে সে ২০১৮ তে নভেম্বর মাসে পরীক্ষা দিয়ে পারবে।

DDS –
MS এর মত।

পরীক্ষার পাস নম্বর আর সিট :::
FCPS – ৩০০ মার্কের পরীক্ষায় 70% mark in 3 Papers. সিট Unlimited.
MS – ২০০ মার্কের পরীক্ষায় সিট থাকা সাপেক্ষে প্রতি বিষয়ে সবোচ্চ নম্বরধারী ৩- ৫ জন।
DDS – ১০০ মার্কের পরীক্ষায় সিট থাকা সাপেক্ষে ৫-৭ জন।

তার মানেই বুঝাই যাচ্ছে MS এবং DDS এর সিট সংখ্যা খুবই সীমিত, তাই প্রতিযোগিতা ব্যাপক।
FCPS এই দিক থেকে Unlimited সিট অফার করলেও প্রতি প্রেপারে ৭০% নম্বর পাওয়া মোটেও সহজসাধ্য নয়।

কি কি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে :

1. General Anatomy ( Mainly Head, Neck)
2. Oral Anatomy & Histology & Embryology
3. General Physiology
4. Oral Physiology
5. General Pathology
6. Microbiology ( Bacteriology & Virology mainly), Immunology.
7. Oral Pathology & Periodontology
8. Oral & Maxillofacial Surgery

এই বিষয় গুলো ছাড়াও অন্য বিষয় গুলো থেকেও প্রশ্ন আসে, কিন্তু তুলনামূলক ভাবে কম। তাই এই বিষয় গুলো জোর দিয়ে পড়তে হবে।

কি ভাবে পড়তে হবে :

পড়া শুরু করার আগে ভেবে নিন আপনি কি করতে যাচ্ছেন। হ্যা, আপনি Specialist হতে পড়া লেখা করতে যাচ্ছেন। সো সব পড়তে হবে। আবার বলছি, সব পড়তে হবে।
There is no shorcut way to Success.

গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। Basic Clear এর জন্য Text Book এর বিকল্প নেই। মনে রাখবেন, যেদিন আপনার Basic Clear হবে, সেইদিনই আপনি Post Graduation এ চান্স পাবেন। সেটা আজ হলে আজই, কাল হলে কাল কালই, ১ বছর পর হলে তাই।

কিছু করণীয় :

যদি সত্যিই আপনি Post Graduate হতে চান, তাহলে ভালো ভাবে পড়াশুনা করুন শুরু থেকেই। কখনই চেম্বার, PGT আর পড়ালেখা একসাথে নয়।

 

সব সময় আপনাদের পাশেই আছে –

Pure Basic
fcps / ms admission preparation prog for Dentistry.

Contact :: 01771775944; fb.me/pure.basic

Dr. Sarwer Biplob
BDS ( CMC) ; FCPS ( part -2) ; MS resident ;
Oral & Maxillofacial Surgery, BSMMU.
Contact :: 01771775944
fb.me/sarwer.biplob
dr.sarwerbiplob@gmail.com

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (1)

Related Post