X

PLAB নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

১. প্ল্যাব (PLAB) কি?
::Professional and Linguistic Assessments Board (PLAB) এক্সাম হচ্ছে UK মেডিকেল প্র‍্যাকটিস এর লাইসেন্সিং এক্সাম। ঠিক যেমন USA তে USMLE/Canada তে MCCEE/ Australia তে AMC.

২. PLAB পাস করার পর UK তে জব পাওয়ার সম্ভাবনা কেমন?
::খুবই ভাল। ইংল্যান্ডে গত কয়েক বছরে ইমিগ্রান্ট ডাক্তারদের ( International Medical Graduates=IMGs) উপর নির্ভরতা বেড়েছে।। সারা ইংল্যান্ড জুড়ে বিভিন্ন হাসপাতালে প্রতি বছর বিপুল পরিমাণ ইমিগ্রান্ট ডাক্তার নিয়োগ পাচ্ছেন যার সিংহভাগ যাচ্ছেন ভারত, পাকিস্তান কিংবা মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকা (প্রধানত নাইজেরিয়া ) থেকে। দেরীতে হলেও বাংলাদেশ এই প্রতিযোগিতায় সামিল হচ্ছে। গত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমান বাংলাদেশী ডাক্তার প্ল্যাব দিয়ে জব পেয়েছেন।।

৩. কয়টা পার্ট?
::দুইটা পার্ট।
:: PLAB 1 : MCQ (SBA) বেসড এক্সাম।
::PLAB 2 : OSCE বেসড এক্সাম।
তবে PLAB 1 পরীক্ষায় অংশগ্রহণের একটাই শর্তঃ IELTS (Academic) করা থাকতে হবে। IELTS overall band score 7.5 and not less than 7.0 in each band বাধ্যতামুলক। এত স্কোর তোলা কঠিন মনে হতে পারে। তবে বাংলাদেশে মেডিকেল শিক্ষার মাধ্যম যেহেতু ইংরেজি, কাজেই যথেষ্ট চেষ্টা থাকলে ৭.৫ তোলা অসম্ভব কিছু না।

৪. কখন দিতে পারব?
:: PLAB 1 : যে কেউ যেকোন সময়েই দিতে পারবে। ইন্টার্নশিপ চলাকালীন সময়েই দেয়া যায়। আসলে এই সময়ে দেয়াই ভাল, কারণ নলেজ ফ্রেশ থাকে। পড়ার চাপ অনেক কমে যায়। মোট চারবার দেওয়ার সুযোগ পাবেন।
:: PLAB 2 : PLAB 1 করার দুই বছরের মধ্যে পাস করতে হয়। মোট চারবার দেয়ার সুযোগ পাবেন।

৫. PLAB পরীক্ষার সিস্টেম কি?
:: PLAB 1: 200 MCQs in 3hr. সব প্রশ্ন single best answer questions (SBAs) টাইপ। কোন নেগেটিভ মার্কিং নাই।
:: PLAB 2 : 18 OSCE stations , প্রতিটা স্টেশন ৮ মিনিট করে, সাথে ইন্সট্রাকশন পড়ার জন্য আরো ২মিনিট এবং দুইটা রেস্ট স্টেশন ১০ মিনিট করে।প্রতি প্রশ্নের মান ১২। মোট সময় ৩ঘন্টা ২০মিনিট। প্রশ্ন হবে Scenario-based। দৈনন্দিন মেডিকেল প্র্যাকটিসে একজন জুনিয়র ডাক্তার যেই কমন সিচুয়েশান ফেইস করে থাকেন তার উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়। যেমন- IV Cannula করা, রোগীর আত্মীয়স্বজনকে রোগীর আসন্ন মৃত্যুর আশঙ্কার কথা জানানো (Breaking Bad News), একজন হার্ট এটাকের রোগীকে লাইফস্টাইল বদলানোর উপদেশ দেওয়া ইত্যাদি। জ্ঞান/বিদ্যা জাহির করার সুযোগ খুব কম, পাশ করতে প্রয়োজন হবে ইংরেজীতে ভাল কমিউনিকেশন স্কিল, স্মার্টনেস এবং উপস্থিত বুদ্ধি।
মোট ২১৬ (=১৮X১২) মার্কের মধ্যে পাসমার্ক ১১০-১২০ এর মধ্যে থাকে। কাজেই অসম্ভব কঠিন কিছু নয়।

৬ . পরীক্ষা কোথায় দেয়া যায়?
:: PLAB 1: বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশেই PLAB 1 সেন্টার আছে।। বছরে মোট চারবার পরীক্ষা হয়।। (নভেম্বর, মার্চ, জুল, সেপ্টেম্বর)। এরমধ্যে ইউকে তে চারবারই হয় কিন্তু ইউকের বাইরে অনুষ্ঠিত হয় দুইবার। ( নভেম্বর, মার্চ)
::PLAB 2: শুধুমাত্র UK তে হয়। Manchester এ GMC এক্সাম সেন্টারে পরীক্ষা হয়। প্রতিমাসেই প্রায় ৫-৬টা এক্সাম ডেট থাকে। এতো ডেট থাকার পরও দুই-তিনমাসের আগে ডেট পাওয়া কঠিন। কাজেই PLAB 1 পাশ করার পর খুব দ্রুত PLAB 2 বুকিং দিয়ে ফেলতে হয়।

৭. পরীক্ষার জন্য পড়াশুনার সিস্টেম কি?
খুব সংক্ষেপে বললে –
:: ১৭০০ কোয়েশ্চেনের একটা MCQ Bank পাওয়া যায় অনলাইনে। এইটাই মূলত PLAB-1 এর বাইবেল। এইটার সব প্রশ্ন সলভ করতে হয়। রেফারেন্স বই হিসাবে Oxford handbook of clinical medicine এবং Oxford handbook of clinical specialities এই দুইটা বই পড়তে হয়। এইদুইটা বই নীলক্ষেতে পাবেন।। ফটোকপির দাম ২০০-৩০০ এর মধ্যে। সাথে PLAB এর জন্য UK ভিত্তিক কিছু কোচিং সেন্টারের MOCK test পাওয়া যায় অনলাইনে। এগুলা সলভ করলেই পাস মার্ক তোলা হয়ে যায়।। আরো ভাল করতে চাইলে Passmedicine অনলাইন Question bank এ রেজিস্ট্রেশন করতে পারেন। PLAB 1 এর জন্য কোন কোচিং করা লাগেনা। নিজেই পড়াশুনা করবেন। আর ফেইসবুকে অনেক community আছে, ওখানে প্রচুর ডিসকাশন পাবেন বিভিন্ন টপিকের উপর।

:: PLAB 2 : কোচিং করা ছাড়া পাস করা খুবই কঠিন।। সবাই সাধারণত কোচিং করেই পরীক্ষা দেয়।। ইউকেতে তিনচারটি নামকরা কোচিং সেন্টার আছে। Swamy, Hamed, Samson – এই তিনটাই বেশী জনপ্রিয়, যেকোনটিতে কোচিং করলেই হবে। কোচিং সাধারণত ১২-১৫দিন ধরে হয়। খরচ সেন্টারভেদে ৫৫০-৮৫০ পাউন্ড। এরা কোচিং শেষে Mock test নেয়, যা আসল PLAB 2 পরীক্ষার মতোই।। PLAB 2 তে সাম্প্রতিককালে কিছু পরিবর্তন এসেছে, তারপরও পাস রেট খুবই ভাল।। কাজেই, ভয় পাবেন না।

৮. UKতে গিয়ে কোচিং করবো, পরীক্ষা দিবো কিন্তু থাকব কই?
প্রায় সব কোচিং সেন্টারেরই আবাসিক ব্যাবস্থা আছে। খরচ প্রতিদিন ২০-২১ পাউন্ড এর মতো। ছেলেমেয়েদের আলাদা ব্যবস্থা থাকে। কোচিং এর সময়কালীন এবং কোচিং শেষে পরীক্ষা পর্যন্ত ওখানেই থাকতে পারবেন।। চাইলে বাইরেও নিজ দায়িত্বে রুম নিয়ে/হোটেলে থাকতে পারেন (এইক্ষেত্রে খরচ কিছুটা কম পড়বে)। অনলাইনে হোটেলে/বাসা বুকিং করা যায়।। AirBnB, Spareroom, Gumtree এইরকম কয়েকটি সাইট।

৯. পরীক্ষা পাসের পর ?
:: PLAB পাস করার পর GMC রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। GMC হচ্ছে আমাদের দেশের BMDC এর মতো। রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর চাকরীর জন্য আবেদন করা যায়। Skype/সশরীরে ইন্টারভিউ দেয়া যায়।

১০. পরীক্ষা প্রস্তুতির জন্য কেমন সময় লাগবে?
IELTS এর জন্য ১-২মাস
PLAB 1 এর জন্য ২-৩ মাস
PLAB 2 এর জন্য ২-৩ মাস

সবমিলিয়ে ৬-৮মাসের মধ্যে সম্পূর্ণ প্রসেস শেষ করে জব এর জন্য এপ্লাই করা সম্ভব।

১১.জব পেতে কেমন সময় লাগবে?
নির্ভর করবে আপনার মেধা ও কমিউনিকেশন স্কিল এর উপরত। তবে পরীক্ষা পাসের পর সাধারণত ২-৩ মাসের মধ্যেই অধিকাংশ প্রার্থীর জব হয়ে যায়।

১২. সবই বুঝলাম, কিন্তু খরচ?
::গত ফেব্রুয়ারি, ২০১৬ থেকে পরীক্ষার ফি বেড়ে হয়েছে :
PLAB 1: 230£
PLAB2 : 840£
:: তবে প্রধান খরচ হবে অন্য জায়গায় – কোচিং , থাকা খাওয়া,প্লেন ভাড়া, GMC রেজিস্ট্রেশন, সব মিলিয়ে ৬-৬.৫ লক্ষ টাকার ব্যাপার।

১৩. এতো অনেক টাকা?!!!
:হ্যা, বেশী। তবে USMLE/ AMC এর তুলনায় ৬-৬.৫ লাখ টাকা বেশ কমই বলা যায়। সাথে পড়ার চাপও তুলনামূলক কম কিন্তু জব পাওয়ার সুযোগ অনেক বেশি।

১৪. কেন PLAB দিব, কেন MRCP/MRCS নয়?

ইউকেতে জব পাওয়ার দুইটা রাস্তা , PLAB ও MRCP/MRCS/MRCOG
::PLAB: কম পড়া, কম সময়, জবের সুযোগ বেশী। গড়পড়তা ৬-৮মাস সময়ে সব পার্ট শেষ করে জব পাওয়া যায়। যে জব পাবেন সেটা এন্ট্রি লেভেল জব , আমাদের দেশের মেডিকেল অফিসারের মতো। বেতন ভাল। এগুলা নন-ট্রেইনিং জব। তবে এই ধরণের জব করাকালীন আপনি ধীরে ধীরে MRCP/MRCS কমপ্লিট করে এরপর ট্রেইনিং পোস্টের জন্য এপ্লাই করতে পারবেন। এছাড়া GMC রেজিস্ট্রেশান করে ফেলতে পারলে AMC (Australian medical council) পরীক্ষা Exemption হয়ে যায়। তাছাড়া ইউকেতে কাজের এক্সপেরিএন্স থাকলে মধ্যপ্রাচ্যে উচ্চবেতনে জব পাওয়া যায়।

::MRCP/MRCS: পড়া বেশি, প্রচুর পরিশ্রম, আর প্রসেস অনেক লম্বা। ২-৩ বছর, কিংবা আরো বেশি লাগতে পারে। পাসের হার তুলনামূলক কম। মাঝপথে হতাশ হয়ে পড়ার চান্স থাকে। তবে পাস করে ফেলতে পারলে সরাসরি রেজিস্ট্রার লেভেল জব পাওয়া যায়। ইউকেতে যেতে না চাইলে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া কিংবা সিংগাপুরেও ভাল জব পাওয়া যায়।

……

লিখেছেনঃ ডা. রহমান অরিন

drferdous:

View Comments (37)

Related Post