X

PLAB দিব, বিলাত যাব…

ইন্টার্নশিপের সময় যখন সিদ্ধান্ত নিলাম, “PLAB দিব, বিলাত যাব”- তখনও সবার প্রথমে যে আর্থিক চিন্তাটা করতে হয়, সেই পরিপক্বতা আসেনি। ইন্টার্নশিপে বেতন ছিল ১০০০০ টাকা। দুমাস পরে বেড়ে হল ১৫০০০ টাকা। আমিতো মহাখুশি। এই ৫০০০ করে ১০ মাস জমালেই তো কচকচে ৫০০০০ টাকা। কিন্তু না, এত সহজ ছিল না হিসেবটা।

বাবাকে যখন বললাম – “PLAB দিব, বিলাত যাব”, প্রথম প্রশ্নটাই তিনি করেছিলেন, “কত টাকা লাগবে?” একেবারে যেন হাতুড়ির ঘা এর মত লেগেছিল বাস্তবতা তখন আমার মাথায়। আর্থিক চিন্তা আসল। ইন্টারনেট ঘেঁটে, একে ওকে জিজ্ঞেস করে একটা আনুমানিক খরচ দাঁড়া করলাম।

ইন্টার্নশিপের আর তিন চার মাস বাকি থাকতে পাসপোর্ট বানালাম, IELTS for UKVI দিলাম, নিজের জমানো টাকা দিয়েই। একবারেই যখন হয়ে গেল, আস্থা পেলাম। বাবার কাছ থেকে টাকা নিয়ে PLAB 1 দিলাম। সেটাও পাশ করে গেলাম। ইন্টার্নশিপ শেষ হল। সেই সময়ে সামনের এত পথ পাড়ি দিতে পারতাম না যদিনা আমার বাবা মার আস্থা এবং বিশ্বাস আমার সাথে না থাকত। তবে একটা জিনিস পাইনি- আমার পরিপ্রেক্ষিত থেকে সঠিক এবং সহজ দিকনির্দেশনা।

কত মানুষকে এটা ওটা জিজ্ঞেস করে মেসেজ/মেইল পাঠিয়েছি, কেউ মনমত উত্তর দিয়েছে, কেউ দেয়নি। ইন্টারনেট ঘেঁটে কত কিছু বের করে অনুধাবন করার চেষ্টা করেছি, কোনটার পরে কী- কেউ বুঝিয়ে দিয়েছে, কেউ দেয়নি।

সেখানে থেকেই সিদ্ধান্ত নেয়া RoadToUK ব্লগ লেখার। যতজনকে সম্ভব সেই দিক নির্দেশনাটা দিয়ে যাব যেটা আমি পাইনি।

একেবারে শুরু থেকে শুরু করে নিচে খরচের খাতা তুলে ধরা হলঃ

১। পাসপোর্ট – ৩৫০০ টাকা (যদি না করা থাকে)
২। IELTS – ১৬৫০০ টাকা; অথবা IELTS for UKVI – ২৩০০০ টাকা। যদি আপনার OET দেয়ার ইচ্ছা থাকে তাহলে খরচ পড়বে ৩৬০০০ টাকা।
৩। PLAB 1 – ২৫০০০ টাকা
৪। PLAB 2 – ৯১০০০ টাকা
৫। PLAB 2 এর জন্য কোচিং করে অনেকে UK তে গিয়ে। গ্রুপ ডিসকাউন্ট না পেলে কোচিং এর খরচ পড়তে পারে ৬০০০০-৬৪০০০ টাকা।
৬। PLAB এর জন্য UK ভিসা – ১১০০০ টাকা
৭। UK তে যাওয়ার জন্য রিটার্ন টিকেট – ৮০০০০ টাকা
৮। GMC রেজিস্ট্রেশন ফিস – ১৭০০০ টাকা (যদি বিগত ৫ বছরের ভেতর আপনার MBBS ডিগ্রি হয়ে থাকে)। অন্যথায় ফিস হচ্ছে ৪৪০০০ টাকা।
৯। PLAB 2 এর জন্য UK তে থাকাকালীন সময়ের বাসা ভাড়া, খাবার, যাতায়াত বাবদ প্রতি মাসে ৬৫০০০ টাকা করে খরচ হতে পারে। PLAB 2 কোচিং থেকে শুরু করে পরীক্ষা, প্রস্তুতি এবং GMC রেজিস্ট্রেশন পর্যন্ত আনুমানিক ৪ মাস সময় লাগতে পারে। সুতরাং খরচ লাগতে পারে – ২৬০০০০ টাকা।
১০। চাকরির ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট – ৫০০ টাকা
১১। TB ক্লিয়ারেন্স সার্টিফিকেট – ৭১০০ টাকা
১২। Tier 2 ভিসার খরচ দুই ধরনের হতে পারে। আপনার স্পন্সরশিপ সার্টিফিকেট এ যদি উল্লেখ থাকে আপনার চাকরি shortage occupation এ লিস্টেড তাহলে ভিসার খরচ হবে – ৫২০০০ টাকা। যদি উল্লেখ না থাকে তাহলে খরচ হবে ৬৬০০০ টাকা। এই ফিস ৩ বছরের নিচে ভিসার জন্য, সেটা ৬ মাসের জন্য হোক কিংবা ২ বছরের জন্য।
বছরের জন্য।
১৩। চাকরির ভিসা নিয়ে ওয়ান ওয়ে প্লেন টিকেট – ৪৪০০০ টাকা।
১৪। বেতন পাওয়ার আগে প্রথম এক দুই মাস চলার জন্য খরচ – ১০৮০০০ থেকে ১৬২০০০ টাকা।

সবমিলিয়ে?
খরচটা আসলে তিন ধাপে চিন্তা করলে চিন্তা করাটা সহজ হয়। তিন ধাপ হলঃ
১। IELTS থেকে UK তে PLAB 2 দিতে যাওয়ার আগ পর্যন্ত – প্রথম ধাপ
২। UK তে গিয়ে PLAB 2 কোচিং, প্রস্তুতি, পরীক্ষা এবং GMC রেজিস্ট্রেশন পর্যন্ত – দ্বিতীয় ধাপ
৩। Tier 2 ভিসা প্রসেসিং এবং চাকরির জন্য যাওয়া – তৃতীয় ধাপ

প্রথম ধাপের খরচ
পাসপোর্ট ৩৫০০
IELTS/ IELTS for UKVI/ OET ১৬৫০০/২৩০০০/৩৬০০০
PLAB 1 ২৫০০০
PLAB 2 ৯১০০০
Visitor ভিসা ১১০০০
সর্বমোট ১৪৭০০০-১৬৬৫০০

দ্বিতীয় ধাপের খরচ
রিটার্ন প্লেন টিকেট ৮০০০০
PLAB 2 কোচিং ৬০০০০-৬৪০০০
UK তে থাকাকালীন খরচ ২৬০০০০
GMC রেজিস্ট্রেশন ফিস ১৭০০০/৪৪০০০
সর্বমোট ৪১৭০০০-৪২১০০০

তৃতীয় ধাপের খরচ
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ৫০০
TB ক্লিয়ারেন্স সার্টিফিকেট ৭১০০
চাকরির Tier 2 ভিসা ৫২০০০/৬৬০০০
ওয়ান ওয়ে প্লেন টিকেট ৪৪০০০
বেতনের আগে চলার জন্য খরচ ১০৮০০০-১৬২০০০
সর্বমোট ২১১৬০০-২৭৯৬০০

ব্রিটিশ পাউন্ড থেকে বাংলাদেশী টাকায় এখানে কনভারশন করেছি। আপনি যখন পরিকলনা করবেন আমি বলব তখনকার কনভারশন রেট চেক করে নিতে। এমন হতে পারে এখানের চেয়ে খরচ আরো কমে যেতে পারে, কারণ আমি কয়েকশ’ থেকে হাজারখানেক পর্যন্ত rounding করেছি।

আমি পরিষ্কার করে বলতে চাই, এই হিসাবটা কোন পরম কিংবা সম্পূর্ণ হিসাব নয়। অনেক ভাবে আপনি চাইলে এই খরচটা কমাতে পারবেন, কম ভাড়ার বাসা কিংবা কম খরচের প্লেন টিকেট জোগাড় করে।

পরিশেষে বলতে চাই, এই খরচটা খরচ হিসেবে বিবেচনা না করে বিনিয়োগ হিসেবে চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

লেখক :
ইব্রাহীম ইভান
ময়মনসিংহ মেডিকেল কলেজ
২০১০-১১ সেশন

প্ল্যাটফর্ম ফিচার রাইটার :
নূর ই আফসানা
মুগদা মেডিকেল কলেজ
2015-16 সেশন

Mahbubul Haque:

View Comments (2)

  • সত্যিইউপকৃত হলাম।আমি তো আসলে ডিটেইলস না বললে কিছুই বুঝি না।আরেকটু ডিটেইলস বুঝার কি কোনো উপায় আছে???

  • A little more detailing for dummies like us would be much more helpful. Thanks a lot for this again.

Related Post