X

এমআরসিপি ডিগ্রিধারী চিকিৎসকদের নিবন্ধনের শর্ত পরিবর্তনের আদেশ বাতিল

৫ নভেম্বর ২০১৯:

বিগত ১৪ জুন ২০১৭ তারিখে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ‘এমআরসিপি’ (Member of Royal College of Physicians) ডিগ্রীধারী ডাক্তারদের ‘সিসিটি’ এবং ‘সিএসসিএসটি” (Certificate of Satisfactory Completion of Special Training) জমা দেওয়ার যে শর্ত আরোপ করা হয়েছিল, তা বাতিল করেছে হাইকোর্ট।

মহামান্য হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও মাননীয় বিচারপতি খিজির আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ ডা. আনারুল ইসলাম সহ দশ জন ডাক্তারের দায়ের করা রিট পিটিশন নম্বর -১০৯৭/২০১৮ এর চূড়ান্ত শুনানী শেষে গত ৩০ অক্টোবর ২০১৯ তারিখে এই রায় প্রদান করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে এই বেঞ্চ ২৮ জানুয়ারি ২০১৮ রুল নিশি জারি করেছিলেন। দশজন এমআরসিপি ডাক্তার ১৪ জুন ২০১৭ তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত বিজ্ঞপ্তিটি চ্যালেঞ্জ করেন যে, বিজ্ঞপ্তিটি ২০০৯ সাল থেকে ভুতাপেক্ষ ভাবে কার্যকর করা হয়েছিলো।

যেহেতু বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন ২০১০ অনুযায়ী ‘এমআরসিপি’ ডিগ্রীধারী চিকিৎসকদের অতিরিক্ত যোগ্যতা হিসাবে নিবন্ধনের জন্য শুধুমাত্র এমআরসিপি ছাড়া অন্য কোনো সনদ জমা দেওয়ার বিধান নেই এবং যেহেতু ভুতাপেক্ষ বিজ্ঞপ্তিটির মাধ্যমে আইনের বিধান লঙ্ঘন (Override) করা যায় না, সেহেতু চিকিৎসকগণ সংঘবদ্ধ হয়ে উক্ত রিট পিটিশন দায়ের করেছিলেন।

উক্ত রিট পিটিশনের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো: সালাউদ্দিন দোলন এবং বিএমডিসি এর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার তানজীব উল আলম।

প্রতিবেদক/ওয়াসিফ হোসেন

Platform:
Related Post