X

M.S Residency in Dentistry

ডেন্টাল এর এম এস রেসিডেন্সি তে , বিষয় নির্বাচন আর  কিছু দরকারি পরামর্শ।

# প্রথমে এক নজর দেখে নেয়া যাক বিষয় ও কয়টি সীট বরাদ্দ আছে —

১. ওরাল ও মাক্সিলো ফেসিয়াল সার্জারি
ইনস্টিটিউটঃ
ক)বিএসএমএমইউ (সীটঃ সরকারি ৩+ বিএসএমএমইউ ১+ বেসরকারী ৩= ৭ টি)
খ) ডি ডি সি (সীটঃসরকারি ৩+বেসরকারী ২=৫)


২. Conservative dentistry 
ক)বিএসএমএমইউ (সীটঃ সরকারি ৩+ বিএসএমএমইউ ১+বেসরকারী ৩= ৭ টি)

৩. অরথোডন্টিক্স (orthodontics) :
ক)বিএসএমএমইউ  (সীটঃ সরকারি ৩+ বি এস এম এম উ ১+ বেসরকারী ৩= ৭ টি)
খ) ডি ডি সি  (সীটঃ সরকারি ১+ বেসরকারী ১=২ )

৪. প্রসথোডন্টিক্স (prosthodontics) :
ক) বি এস এম এম উ (সীটঃ সরকারি ৩+ বি এস এম এম উ ১+ বেসরকারী ৩= ৭ টি)


সুতরাং এই অল্প সীটের মধ্যে চান্স পাওয়ার জন্য আপনাকে বিষয় নির্বাচনে হতে হবে ভীষণ কৌশলী ।


প্রথমে ইনস্টিটিউট নির্বাচনে একটু সতর্ক হন ।রেসিডেন্সি প্রোগ্রামের ক্লাসগুলো ও সকল পরীক্ষা বি এস এম ইউ তে হয় এখনো পর্যন্ত ।তাই আপনি ডি ডি সি তে এম এস এ চান্স পেলেও সকল পরীক্ষা , ক্লাস ও অন্যান্য বিষয়ের জন্য সবসময় বি এস এম এম ইউ তে যোগাযোগ রাখতে হবে।যা বেশ ঝামেলা হয়ে যায় । তাই আমার পরামর্শ আপনি BSMMU ই 1st choice দেন । দৌঁড়াদৌঁড়ি থেকে বাঁচবেন ।

 

বিষয় নির্বাচন ঃ
আপনার কোনও বিষয়ে খুব বেশি ইচ্ছা থাকলে ওটাই দিবেন।অপছন্দের বিষয় পাঁচ বছর পড়া ও কাজ করা কঠিন হয়ে যায় । অনেকের মাঝখানে কোর্স ছেড়ে দেবার নজিরও কিন্তু আছে ।
কিন্তু কোন স্পেসিফিক পছন্দ যদি আপনার না থাকে, শুধু চান্স পাওয়া যদি আপনার লক্ষ্য হয়  তাইলে তুলনামূলক কম প্রতিযোগিতামূলক বিষয়টি CHOICE হিসেবে দিন । চান্স পাবার সম্ভবনা বেশি থাকবে  ।

আগামি ৬ই নভেম্ব্র, ২০১৫ তে এই পরীক্ষা হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় সবার সফলতা কামনা করছি ।

তথ্য ও পরামর্শ দিয়েছেন ঃ ডাঃ মোঃ আশরাফ আলি নাজমুল
Ex-lecturer (Oral anatomy), Saphena Women Dental college,

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (8)

Related Post