X

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ আগষ্ট ২০২০, সোমবার

আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে পূর্বের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন। ‘গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী’ এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

‘বিআরটিএ’ এর জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর ২০২০ হতে গণপরিবহনে যত সিট তত আসনে পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহন করবে। তবে মেনে চলতে হবে কিছু নিয়মাবলি। তা হলোঃ

  • আসন সংখ্যার অতিরিক্ত কোন যাত্রী পরিবহন করা যাবে না।
  • গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেল্পার ও টিকিট বিক্রয় কেন্দ্রের দ্বায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান, পানি/ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,

  • যাত্রার শুরু ও শেষে বাস-মিনিবাসগুলো পরিষ্কার-পরিছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।
  • গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।
Sarif Sahriar:
Related Post