X

হং কং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০১৯-২০ এর আয়ত্তায় স্কলারশিপের সুযোগ

রিসার্চ গ্রান্ট কাউন্সিল (Research Grants Council) ,ইউনিভার্সিটি গ্রান্টস কমিটি থেকে হং কং এর কয়েকটি ইউনিভার্সিটিতে ২০১৯/২০ সালের জন্য পিএইচডি ফেলোশিপ করার জন্য আবেদন পত্র জমা নিচ্ছে। ২০১৯-২০ একাডেমিক বর্ষে, ২৫০ জনকে ফেলোশিপ করার জন্য ডাকা হবে।
আগ্রহীরা ১ ডিসেম্বর থেকে, আবেদন করতে পারবেন। পুর্নাঙ্গ নির্বাচনের পর, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে কোর্স শুরু করতে পারবেন, বাছাইকৃতরা।
যে ইউনিভার্সিটি গুলোতে পিএইচডি ফেলো হিসেবে যোগদান করা যাবেঃ

City University of Hong Kong

Hong Kong Baptist University

Lingnan University

The Chinese University of Hong Kong

The Education University of Hong Kong

The Hong Kong Polytechnic University

The Hong Kong University of Science and Technology

The University of Hong Kong

উক্ত স্কিমের অধীন, বছরে একজন পিএইচডি ফেলোকে ৩৮,৬০০ ইউএস ডলার বৃত্তি দেয়া হবে। সাথে, রিসার্চ, ভ্রমন ও অন্যান্য খরচ হিসেবে ১,৬০০ ইউস এস ডলার বরাদ্দ রাখা হবে। এই বৃত্তি, আগামী তিন বছরের জন্য দেয়া হবে। কারও যদি পিএইচডি শেষ করতে এর বাইরেও সময় লাগে, তাহলে নির্বাচিত ইউনিভার্সিটি থেকে বাড়তি সুবিধা দেয়া হবে।

নির্বাচিত হওয়ার জন্য, একাডেমিক রেজাল্টের পাশাপাশি, প্রকাশিত কোন রিসার্চ পেপার এবং লিডারশিপ স্কিল আপনাকে এগিয়ে রাখবে।

বিস্তারিত জানতে এবং আবেদন করার জন্য নিম্মোক্ত লিংকে খোজ নিতে পারেনঃ

https://cerg1.ugc.edu.hk/hkpfs/index.html

ফিচার রাইটারঃ নোশিন তাবাসসুম
রংপুর ডেন্টাল কলেজ

ওয়েব টিম:
Related Post