X

গোল্ড মেডেল ও রিসার্চ এওয়ার্ড ফর পাবলিকেশন

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার

“প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন ট্রাস্ট” এর অর্থায়নে এবং “প্ল্যাটফর্ম ট্রাস্ট” এর উদ্যোগের
“গোল্ড মেডেল ও রিসার্চ এওয়ার্ড ফর পাবলিকেশন” হতে পারে পেডিয়াট্রিসিয়ান ও হবু পেডিয়েট্রিসিয়ান দের আকাশ ছোঁয়ার সিড়ি।

যেসব ক্ষেত্রে এওয়ার্ড দেয়া হবেঃ

১) Leading scholar in the area of paediatric research= স্বর্ণপদক এবং ৫০ হাজার টাকা

২) Vision scientist in the are of paediatrics= রৌপ্য পদক এবং ৫০ হাজার টাকা

৩) Top research publication= ব্রোঞ্জ মেডেল এবং ৫০ হাজার টাকা

এওয়ার্ড এর জন্য আবেদনকারীর যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবেঃ

১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে পেডিয়েট্রিসিয়ান হিসেবে কর্মরত থাকতে হবে।

২. গবেষণা নিবন্ধটি একটি পিয়ার পর্যালোচনা সূচক জার্নালে (যাদের SJR= Scimago Journal Rank Indicator >0.1) প্রকাশিত হতে হবে।

৩. গত এক বছরের মধ্যে প্রকাশনা হয়েছে এমন গবেষণা নিবন্ধন প্রতিযোগিতার জন্য প্রযোজ্য হবে।

কিভাবে আবেদন করবেনঃ

গবেষণা নিবন্ধটি জমা দিতে হবে ইমেইল এর মাধ্যমেঃ
mhossainra@platform-med.org

অবশ্যই সম্পূর্ণ গবেষণা পত্রটি জমা দিতে হবে। আবেদনকারীকে ফোন কল বা জুম অ্যাপের মাধ্যমে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে বলা হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ  আবেদন করার শেষ সময় ৩১ জুলাই ২০২১।

 

Silvia Mim:
Related Post