X

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে পালিত হলো বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮

হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হলো বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ -২০১৮

গত ৬ই ডিসেম্বর ২০১৮ ইং বৃহস্পতিবার, রাজধানী ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ( হফ্যারেক্রিমেকহা) এ দিনব্যাপী পালিত হয় এ্যান্টিবায়োটিক সচেতনতা দিবস।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন “প্ল্যাটফর্ম” এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
উক্ত কর্মসূচির মধ্যে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের একটি সচেতনতা র্যালি বের হয়। র্যালিটি উদ্বোধন করেন হফ্যারেক্রিমেক এর সম্মানিত অধ্যক্ষ মেজর জেনারেল অধ্যাপক ডাঃ হারুনুর রশীদ (অব.)।
এরপর অনুষ্ঠানের শেষ পর্বে সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল বহিবির্ভাগে পোস্টারিং, সচেতনতামূলক লিফলেট বিতরন ও কাউন্সিলিং হয় এবং সর্বশেষে সিগনেচার ক্যাম্পেইন পরিচালিত হয়।
এ পর্ব পরিচালনার জন্য, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, প্ল্যাটফর্ম ইউনিট, ডাঃ সোনালী সাহা এর নেতৃত্বে অংশ নেয় ।

ছবিতে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহঃ

Shakil Ahmad Shaon
HFRCMC (2017-18)

ওয়েব টিম:
Related Post