X

‘dé béats Nocturnal Football League’

প্রতিবেদক : পলাশ গোলদার, সিনিয়র সহ সভাপতি, dé béats

গত ২৪ ফেব্রুয়ারি ২০১৫ এ অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উন্নয়নশীল সংস্কৃতির ধারক ও বাহক, সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন ‘dé béats’ আয়োজিত ‘dé béats Nocturnal Football League’ এর ফাইনাল খেলা। ভাষার এই মাসে মহান ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ১১ সদস্যের আয়োজক কমিটির আহবায়ক ছিলেন ফয়সাল আহমেদ সিফাত এবং সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ। dé béats আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে ১৩ টি টিম অংশগ্রহন করে। গ্রপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল শেষে সেমি-ফাইনালে উত্তীর্ণ হয় জগাখিচুড়ি, যোদ্ধা, দুর্জয় 6 এবং অষ্টম আশ্চর্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমি-ফাইনাল শেষে ফাইনালে উত্তীর্ণ হয় জগাখিচুড়ি এবং দুর্জয় 6। জগাখিচুড়ির ক্যাপ্টেন ছিলেন সামিউল ইসলাম সোহান (Sh-5) এবং দুর্জয় 6 এর ক্যাপ্টেন ছিলেন রমেশ পত্তনদার (Sh-6)। এতে চ্যাম্পিয়ন হয় জগাখিচুড়ি এবং রানার্স আপ হয় দুর্জয় 6। জাঁকজমকপূর্ণ পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক ডা. কাজী মাহবুব এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি আনিসুর রহমান আনিস এবং সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার হোসেন শান্ত এবং উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি ডা. শাহনেওয়াজ সোহান এবং সম্মানিত সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান রুপম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সন্ধানী, কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাওন, সন্ধানী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি তানজিত হোসেন ও সাধারণ সম্পাদক রমেশ পত্তনদার ।

বিজয়ী দল

খেলার আগে

অফিসিয়ালস

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post