X

ডাক্তারদের কম্বল ফ্যাক্টরী

অবাক হচ্ছেন! কম্বল ফ্যাক্টরী ডাক্তারদের! হ্যা, এই কম্বল ফ্যাক্টরীটি ডাক্তারদের দ্বারা পরিচালিত, উদ্দেশ্য মানবসেবা। ২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে শীতবস্ত্র বিতরণ করে আসছে।

মূলত বাংলাদেশের দরিদ্র এবং শীতপ্রবণ জেলাগুলো উত্তরাঞ্চলে অবস্থিত। এই জেলাগুলোতেই প্রধানত শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। শীতের সময় এসব অঞ্চলে বসবাসকারী লোকজন জানেন শীতের তীব্রতা কেমন! ২০১৭-১৮ সালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের দিনে ঠাকুরগাঁও জেলায় শীতবস্ত্র বিতরণ করা হয় সংগঠনটির পক্ষ হতে। এক্ষেত্রে বাছাই করে একদম হতদরিদ্র (যেমন : বয়স্ক মানুষ, নিঃসঙ্গ, ছনের তৈরি বাড়িতে বসবাসরত) মানুষগুলোকেই বিতরণের সময় অগ্রাধিকার দেয়া হয়।

ফ্যাক্টরীটি থেকে অনেক সাশ্রয়ী মূল্যে সিঙ্গেল/ ডাবল কম্বল সরবরাহ করা হয়ে থাকে। বাজারে ভালো সিংগেল কম্বল ৩০০-৪০০ টাকা, আর ডাবল গুলো ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, কিন্তু উত্তরাঞ্চলের শীত নিবারণের জন্য সেগুলো একদমই উপযুক্ত নয়। বিভিন্ন ধরণের ডাবল কম্বল তৈরি হয় এই ফ্যাক্টরীতে। ফ্যাক্টরীটিতে ২৩০/২৪০ টাকা পাইকারি মূল্যে ভালো মানের কম্বল বিক্রি করা হয়।

এছাড়াও বিভিন্ন খ্যাতিমান চিকিৎসকের অর্থায়ন, গুণীজনের আর্থিক অনুদান ও নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুর্গম চরে, সাভারের দুইটি স্কুলে সাহায্য, প্রাথমিক চিকিৎসা সেবা ও স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ, ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জেলায় পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে।

আসন্ন শীত মৌসুমে ব্যক্তি উদ্যোগে বা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের জন্য উক্ত ফ্যাক্টরী থেকে স্বল্পমূল্যে ভালো মানের কম্বল সংগ্রহ করা যাবে এবং ফ্যাক্টরীটির পক্ষ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার করার ব্যবস্থা রয়েছে।

কম্বল ফ্যাক্টরীটির বৈশিষ্ট্য:
১.স্বল্পমূল্যে কম্বল তৈরি এবং বিতরণ
২.অসহায় মহিলাদের কর্মসংস্থান তৈরি
৩.কম্বল বিক্রির লভ্যাংশ সামাজিক উন্নয়ন খাতে ব্যয় করা

যোগাযোগের ঠিকানা:
ডু সামথিং ফাউন্ডেশন কম্বল ফ্যাক্টরি,
জোয়ালভাংগা, বহুলী, সিরাজগঞ্জ
ফোন: ০১৯৯৫-৯৪৯৫৩১
তথ্যসূত্র: ডাঃ নাজমুল ইসলাম

স্টাফ রিপোর্টার/মোঃ আহসান হাবীব ইরফান

Platform:
Related Post