X

Heart To Heart For Humanity Bangladesh Presents “Coping Up With Medical Life”

Heart To Heart For Humanity Bangladesh তাঁদের প্রথম মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে আগামী ২৫শে মার্চ। ভেন্যু অতি শীঘ্রই জানিয়ে দেয়া হবে। দিনব্যাপী এই ইভেন্টের নাম – “Coping Up With Medical Life”
এটি একটি মনো-বৈজ্ঞানিক সেমিনার, যেখানে মেডিকেল লাইফের স্ট্রেস ম্যানেজম্যান্ট, লাইফস্টাইল ম্যানেজম্যান্ট, সাইকোলজিক্যাল এডাপ্টেশান এবং ক্যারিয়ার এডাপ্টেশনের ব্যাপারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিবেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশবরেণ্য সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলোজিস্টদের লেকচার on latest developments in enriching individual’s psychological resources, লেকচারের উপর ডিজাইন্ড prior ওয়ার্কশপ এবং রিফ্রেশিং কালচারাল সেগমেন্টের মাধ্যমে বিশ্ববিখ্যাত HARVARD UNIVERSITY তে developed ” peer instruction ” or ” interactive problem solving based learning ” মেথডে বাংলাদেশে প্রথমবারের মতো মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে ACTIVE LEARNING এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছে HHHBD।
রেজিস্ট্রেশন ফিঃ ২৫০ টাকা

দিনব্যাপী ইভেন্টের প্রস্তাবিত শিডিউল নিম্নরূপঃ
৮.০০ – রিপোরটিং , রেজিস্ট্রেশন এবং লাকি কুপন ডিস্ট্রিবিউশান
যারা সাড়ে আটটার মধ্যে আসবে – কেবল তারাই লাকি কুপন পাবেন। এই কুপনের মধ্যে লটারিতে বিজয়ী তিন জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরষ্কার।
৮.৩০ – থিম সং অফ ইভেন্ট
সকাল ৮.৩০ – ১০.০০ দুইটা লেকচার (দুই লেকচারের মাঝে একটা সাংস্কৃতিক পরিবেশনা)
সকাল ১০.০০ – ১০.৪৫ – দুইটা লেকচারের উপর ওয়ার্কশপ
১০.৪৫ – ১১.০০ – টি ব্রেক
১১.০০ – ১২.৩০ – দুইটা লেকচার (দুই লেকচারের মাঝে একটা সাংস্কৃতিক পরিবেশনা)
১২.৩০ – ১.১৫ – দুইটা লেকচারের উপর ওয়ার্কশপ
১.১৫ – ২.৩০ – লাঞ্চ এন্ড প্রেয়ার ব্রেক
২.৩০ – ৪.০০ – দুইটা লেকচার (দুই লেকচারের মাঝে একটা সাংস্কৃতিক পরিবেশনা)
৪.০০ – ৪.৪৫ – দুইটা লেকচারের উপর ওয়ার্কশপ
৪.৪৫ – ৫.০০ – প্রেয়ার এন্ড স্ন্যাকস ব্রেক
৫.০০ – ৬.০০ – সমাপনী অনুষ্ঠান
এই মেগা ইভেন্টে আপনার উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।

এস এম নিয়াজ মোর্শেদ

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (5)

Related Post