X

Conference of Bangladesh society of cataract and refractive surgeons


Conference of Bangladesh society of cataract and refractive surgeons :
গত বারো ও তেরই ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ ক্যাটারেক্ট ও রিফ্রাকটিভ সার্জনদের প্রথম বৈগ্গানিক সম্মেলন ৷ স্থান ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন অডিটোরিয়াম ৷ উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া অফথালমোলজীকাল সোসাইটির প্রেসিডেন্ট ডা:শুভাষিস সাহা ৷ এছারা উপস্থিত ছিলেন ,মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব নাসিম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ ক্যাটারাক্ট এন্ড রিফ্রাকটিভ সার্জনস সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা : দীন মোহাম্মদ নুরুল হক,বাংলাদেশ ক্যাটারাক্ট এন্ড রিফ্রাকটিভ সার্জনস সোসাইটির সেক্রেটারি ও জাতীয় চক্ষু বিগ্গান ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক জালাল আহমেদ সহ সারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে আসা চক্ষু বিশেষগ্গগণ ৷ সম্মেলনে দেশ বিদেশের চক্ষু সার্জনদের মধ্যে অভিগ্গতা বিনিময় খুব সফল ভাবেই হয় ৷ ফ্যাকো সার্জারীর নিত্যনতুন আপডেটের কলাকৌশল ৷ ছিলো ল্যাসিক সার্জারী নিয়ে বিশদ আলোচনা ৷ সম্মেলনের দ্বিতীয় দিন ছিলো live surgery ৷ উপস্থিত দেশবরেন্য সার্জনদের অপারেশন সরাসরি বলরুমে ভিডিওকনফারেন্সের মাধ্যমে দেখানোর ব্যাবস্থ্যা ছিলো ৷ ছানিজনিত অন্ধত্বের অবসান ঘটানোর প্রত্যয় নিয়ে অত্যন্ত সফলভাবে দেশ বিদেশের বরেন্য চক্ষু বিশেষগ্গ ও সার্জনদের দুইদিনব্যাপী এ মহাসম্মেলন ৷

ছবি এবং লেখাঃ Dr.Md.Tangil Ahmed
MS resident(ophthalmology),BSMMU

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (1)

Related Post