X

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ‘স্ফুরণ’ এর বিজয় দিবস উদযাপন

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন ‘স্ফুরণ’ মহান বিজয় দিবস উপলক্ষে হাতের ছাপে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ মানচিত্র।
সকালে মানচিত্রে নিজের হাতের ছাপ দিয়ে বিজয় স্মারকটি উন্মোচন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এবিএম মাকসুদুল আলম।
এ সময় বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, মেডিকেলে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের পরিচয় দিচ্ছে। বিজয়ের দিনে হাতের ছাপে মানচিত্র অংকন করে স্বাধীনতা ও বিজয়ের চেতনায় বিকশিত হবে শিক্ষার্থীরা।

বিজয় স্মারক

শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক খবির উদ্দিন, হাসপাতালের পরিচালক প্রফেসর একেএম মুজিবুর রহমান, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান নিলুফা রহমান, অর্থপেডিক বিভাগের প্রধান প্রফেসর শামিমুজ্জামান, আয়োজক সংগঠন স্ফুরণ’র প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব, ২০১১-১২ পরিষদের সাবেক আইকন বুলেট সেন ও ২০১২-১৩ পরিষদের সাবেক আইকন শাহরিয়ার হোসেন শান্ত, স্ফুরণের ২০১৪-১৫ পরিষদের আইকন তানজিদ হোসাইন, সভাপতি মেহেদী শাহরিয়ার রীহান, সাধারণ সম্পাদক শাহ ইমতিয়াজ রহমান প্রমুখ।

এছাড়া, বিজয় দিবস উপলক্ষে স্ফুরণের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সংগঠনের সভাপতি মেহেদী শাহরিয়ার রীহান বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই স্ফুরণ মেডিকেল স্টুডেন্টদের সৃষ্টিশীলতার বিকাশে বছর-ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করছে। যার মধ্যে এনাটমি অলইম্পিয়াড,মেডিস্পেল,মেডিফিগ,অনলাইন ফটো কনটেস্ট,চলচ্চিত্র উৎসব ইত্যাদি।এছাড়াও আমরা জাতীয় দিবসগুলো উদযাপন করে থাকি বিভিন্ন স্মারক এবং দেয়ালিকার মাধ্যমে। আমাদের বিজয় দিবসের আজকের প্রোগ্রামের মাধ্যমে সকলের মধ্যে আরো বেশি দেশপ্রেম জাগ্রত হোক।”

জাতীয় পতাকা উত্তোলন
শহীদদের উদ্দেশ্যে দোয়া পাঠ
ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post