X

SDSM এর ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জের অদূরে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কাকনা গ্রামের কাকনা উচ্চ বিদ্যালয়ে গতকাল ৩০ জুলাই হয়ে গেল সোসাইটি অফ ডক্টরস এন্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জ এর আয়োজনে দিনব্যাপি ‘ফ্রি হেলথ ক্যাম্প’।
হেলথ ক্যাম্পে ৭৫ বছরের বৃদ্ধা শামীমা এসেছে দীর্ঘ পথ নৌকায় পাড়ি দিয়ে। এ বয়সে তার কোমড়ের ব্যাথা, ক্ষুধামন্দা, গ্যাষ্ট্রিকসহ নানা সমস্যা। ডা. কাজী একেএম রাসেল তাকে দেখে প্রয়োজনীয় প্রেসক্রিপশন দিলেন। এরপর চিকিৎসকের দেওয়া ঔষধ পত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হলো। বৃদ্ধার সংসারে স্বামী, ছেলে-মেয়ের নাতী/নাতনী থাকলেও এ চিকিৎসাসেবা পেয়ে সে বেজায় খুশি, চোখে মুখে তার আত্বতৃপ্তির হাসি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কষ্ট যেন সফল হয়েছে।

ঠিক শামীমা বেগম নয়, এমন শত শত নারী পুরুষ এসেছে দৌলতপুরের কাকনা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি হেলথ ক্যাম্প-এ। নিজ জেলার রোগীদের টানে ঢাকা থেকে এসেছেন ডা. স্বপন কুমার সুর, ডা. মিঠু সরকার, ডা. কাজী একেএম রাসেল, ডা. রাজীব চক্রবর্তী, ড. জোবায়ের মাহমুদ খান, ডা. তুষার কান্তি রায় তপু , ডা. পুনম সাহা, ডা. নাসরিন ফাতেমা, ডা. মীর আফরিনা
এছাড়া সিলেট থেকে এসেছেন ডা. কামরুজ্জামান উজ্জ্বল এবং ফরিদপুর থেকে এসেছেন ডা. মাহমুদুল ইসলাম খান সোহাগ, ডা. আল মামুনসহ একদল ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের সমন্বয়ে প্রশিক্ষিত মেডিকেল টিম। আনুষ্ঠানিক উদ্বোধনের পরই রোগী দেখতে ব্যাস্ত হয়ে পড়লেন আগত বিশেষজ্ঞ ডাক্তাররা। শিশু থেকে বৃদ্ধা, যুবা নারী-পুরুষ সবাই লাইন ধরে চিকিৎসা সেবা নিচ্ছে। বেড়িয়ে আসছে বিনামুল্যে পাওয়া ব্যবস্হাপত্র ও প্রয়োজনীয় ঔষধসহ।

মানিকগঞ্জের ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টস কর্তৃক আয়োজিত বন্যা কবলিত এ এলাকায় ফ্রি হেলথ ক্যাম্পের ব্যানার টানানো হয় ও মাইকিং চলে আরো কয়েকদিন আগে থেকে। সকাল ১০ টা থেকে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত চলে এই ফ্রি হেলথ ক্যাম্প। প্রায় ছয় শতাধিক রোগী এখানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা,পরামর্শ ও ঔষধ পান।
বন্যা কবলিত এ এলাকায় সকাল থেকেই উপচে পড়া ভিড় হয় রোগীদের।অনেক রোগীই উপকৃত হয়েছেন বলে জানা যায়। বন্যার জন্য রোগীর উপস্থিতি কিছুটা কম বলেছেন অনেকে।
স্কুল কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় এই হেলথ ক্যাম্প এলাকার মানুষের মুখে হাসি ফুটিয়েছে বলে অনেকেই মনে করছেন। এসডিএসএম এই উদ্যোগ কয়েকমাস পরপর নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য মানিকগঞ্জের সবাইকে এগিয়ে আসতে বলে।

পরিমার্জনা: বনফুল

Banaful:
Related Post