X

বিইএস-প্ল্যাটফর্ম এর উদ্যোগে তরুণ চিকিৎসকদের জন্য ২য় ডায়াবেটিস সিম্পোজিয়াম

৩০ নভেম্বর ২০১৯

গতকাল ২৯ শে নভেম্বর ২০১৯ রোজ শুক্রবার বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) এবং প্ল্যাটফর্ম এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 2nd BES-PLATFORM Diabetes Symposium for Young Physicians শীর্ষক কর্মশালা।

ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজে সকাল ৮টা হতে বিকাল ৫:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. ফারুক পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।

ডায়াবেটিস চিহ্নিতকরণ ও ম্যানেজমেন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে লেকচার প্রদান করেন বিভিন্ন মেডিকেল কলেজের সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ। কর্মশালায় বক্তব্য রাখেন ডা. তানজিনা হোসেন, ডা. শাহজাদা সেলিম, ডা. মোঃ সাইফুদ্দিন, ডা. ফারিয়া আফসানা, ডা. আহমেদ সালাম মীর, ডা. নাজমুল কবীর কুরেশী।

এ সময় কর্মশালায় অংশগ্রহণকারী চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। বিকালে র‍্যাফেল ড্র এবং বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।

স্টাফ রিপোর্টার / তামান্না ইসলাম

Platform:
Related Post