X

৭ সেন্টারে করোনা টেস্ট – প্রস্তুত হচ্ছে আরো কয়েকটি

রবিবার, ২৯শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস শনাক্তকরন পি সি আর টেস্ট করা হবে বলে ঘোষনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড.জাহিদ মালেক। ইতিমধ্যে ৭ টি স্থানে করোনা ভাইরাস শনাক্তকরণ করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকী স্থান গুলোতেও ভাইরাস শনাক্তকরণের জন্য প্রস্তুত হবে।

আজ বেলা ১২.৩০ ঘটিকায় শুরু হওয়া এক ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা.জাহিদ মালেক।
২৯শে মার্চ দেশে করনা পরিস্থিতির বর্ণনা দেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা। এসময় ভিডিও কনফারেন্সে লাইভ যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী ড.জাহিদ মালেক।

তিনি আরো জানান, আই.ই.ডি.সি.আর, আই.পি.এইচ, ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন, ICDDRB,শিশু হাসপাতাল, Children Health Research Foundation এবং Idesh নামের একটি বিজ্ঞান ভিত্তিক অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান PCR টেস্ট করার জন্য ইতিমধ্যে প্রস্তুত আছে। এ সংখ্যা আরোও বাড়ানো হবে।
ঢাকার বাইরে প্রতিটা বিভাগে PCR টেস্ট সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিকাল মেডিসিন এন্ড ইনফেকসাস ডিজিস হাসপাতালে COVID-19 পরীক্ষা শুরু হয়েছে। রংপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে PCR মেশিন বসানোর কাজ প্রায় শেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও কাজ শুরু হয়েছে,আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অন্য বিভাগগুলোতেও COVID-19 পরীক্ষা চালু হবে।

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

হৃদিতা রোশনী:
Related Post