X

আইসিইউ সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ

রবিবার, ২৯শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাসে আক্রান্তের চিকিৎসা দেয়ার জন্য ২৫০টি ভেন্টিলেটর হাতে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। এতে করে পূর্বের ভেন্টিলেটর সহ মোট ভেন্টিলেটর সংখ্যা দাঁড়াল ৫০০টি। রোববার (২৯ মার্চ) অনলাইনে সংবাদ সম্মেলেনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে আরও ৩৫০টি ভেন্টিলেটর নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রায় ২৫০ ভেন্টিলেটর আমাদের হাতে চলে এসেছে।সেগুলো বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হচ্ছে। এছাড়া, আরও ৩৫০ টি আমদানি করা হবে ।’

“অনেক বড় দেশেও এতগুলো ভেন্টিলেটর থাকে না। আমরা অনেক আগে প্রস্তুতি নিয়েছি বিধায় বাংলাদেশ ভালো আছে। ইউরোপ, আমেরিকার অবস্থা কেমন, সে বিষয়ে আপনারা জানেন”, যোগ করেন তিনি।

তিনি বলেন, “গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে যুক্ত হয়েছিলাম। তারা কিছু নির্দেশনা দিয়েছে। সেসময় আরও ১০টি দেশ ছিল। তারা সন্তুষ্টি জানিয়েছে। জাতিসংঘও সন্তুষ্টি জানিয়েছে।”

নিজস্ব প্রতিবেদক
নিউমুন রাইন রহমান অরভিল

হৃদিতা রোশনী:
Related Post