X

৩৫ তম BCS এর নতুন নীতিমালা

 

 

 

 

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩৫ তম বিসিএসের
প্রিলিমিনারি তে ২০০ নাম্বারের MCQ থাকবে।
পরীক্ষার সময়কালঃ ২ ঘণ্টা। ফরমের দাম ২০০ থেকে বেড়ে ৭০০ হচ্ছে।
ভাইভা তে পাস মার্ক ৪০% থেকে বারিয়ে ৫০% করা হয়েছে।
তবে লিখিত পরীক্ষায় পাস মার্ক আগের মতই ৫০% রাখা হয়েছে।

প্রিলিমিনারি ২০০ নাম্বার এর মানবন্টনঃ
বাংলা: ৪০ (সাহিত্য : ১৫, ব্যাকরন: ২৫),
ইংরেজি: ৪০ (literature 10, grammar : 30),
গনিত: ৩৫ ( পাটীগণিত : ৫, বীজগনিত: ১০, জ্যামিতিঃ১০, গাণিতিক যুক্তি : ১০),
সাধারন বিজ্ঞানঃ৩৫, সাধারন জ্ঞান: ৫০।
বিভিন্ন ক্যাডার-এ ১৭৪৯ জন কে নিয়োগ দেয়া হবে।
লেখকঃ জাহিদ হাসান,
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ।

ফারহান রিজভী:
Related Post