X

২য় পেশাগত এমবিবিএস পরীক্ষার শীর্ষ ১০ এর ৭টি স্থানই মুগদা মেডিকেলের দখলে।।

এবারের ২য় পেশাগত এমবিবিএস পরীক্ষায়  শীর্ষ ১০ এর ৭ টি স্থানই অধিকার করেছে মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ।

কৃতি শিক্ষার্থীবৃন্দ হচ্ছে-

২য় স্থান : জাকিয়া ইসলাম
৪র্থ স্থান: তানভির রহমান দ্বীপ
৫ম স্থান: শেখ মুনিসা ফারিহা
৬ষ্ঠ স্থান : সারাহ তাহসিনা ইসলাম
৭ম স্থান :জেবা তাবাসসুম
৮ম স্থান : পুরবী সরকার
৯ম স্থান :তৌফিকা রহমান

এছাড়াও  ৫ জন কমিউনিটি মেডিসিন এবং ৮ জন ফরেন্সিক মেডিসিনে সম্মাননা সহ উত্তীর্ণ হয়েছে ।।

মুগদা মেডিকেলের একজন কৃতি শিক্ষার্থী শেখ মুনিসা ফারিহা ( ৫ম স্থান প্রাপ্ত) আমাদের জানায়, ” আমরা পরম করুনাময় এর কাছে কৃতজ্ঞ,  আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়েছি। আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।। আমরা আপনাদের দোয়া চাই, যাতে করে আমাদের এই ফলাফল এর ধারা অব্যাহত থাকে। “

২০১৯ সালের ২য় পেশাগত পরীক্ষায় মুমেক এর পাসের হার ৯৭.৮℅.

এত ভালো ফলাফল এর কারণ হিসেবে শিক্ষার্থীরা জানায়,  তাদের সম্মানিত শিক্ষক  ফরেন্সিক মেডিসিন এর বিভাগীয় প্রধান  ডাঃ ইলিজা আলী এবং কমিউনিটি মেডিসিন এর বিভাগীয় প্রধান ডাঃ মাজহার ইসলাম স্যারের দিক নির্দেশনাই তাদের পাথেয় হিসেবে সহায়তা করেছে।।

প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ হতে মুগদা মেডিকেল কলেজকে অভিনন্দন।।

Special Correspondent:
Related Post