X

১৭৩ তম এনেস্থিসিয়া দিবস উপলক্ষ্যে সায়েন্টিফিক সেমিনার

১৬ অক্টোবর, ২০১৯

সায়েন্টিফিক সেমিনার আয়োজনের মাধ্যমে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ১৭৩ তম বিশ্ব এনেস্থিসিয়া দিবস পালিত হল।

১৬ অক্টোবর, ১৮৪৬ সালে সর্বপ্রথম ইথারকে এনেস্থিসিয়া হিসেবে ব্যবহার করা হয় ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে যা চিকিৎসা বিজ্ঞানের নতুন অধ্যায় সূচনা করে।
এই বিস্ময়কর দিনটি চির স্মরণী করে রাখতে প্রতিবছর ১৬ অক্টোবর  বিশ্বব্যাপী উজ্জাপিত হয় ” বিশ্ব এনেস্থিসিয়া দিবস “।

তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বছর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এবং হাসপাতালের অঙ্গনে “Scientific Seminar on Resuscitation Saves Lives” শীর্ষক আলোচনা সভা আয়োজনের মাধ্যমে উজ্জাপিত হল ১৭৩ তম বিশ্ব এনেস্থিসিয়া দিবস।

এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেডিকেল কলেজটির এনেস্থিসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর ডঃ  আব্দুল কাদের স্যার। সভায় প্রধাণ অতিথি হিসেবে ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ, প্রফেসর ডাঃ  আসাদ হোসাইন স্যার।

সভায় উপস্থিত চিকিৎসকদের উদ্দ্যেশে বক্তব্য প্রদান করেন এনেস্থিসিওলজি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ মোঃ মইনুল ইসলাম স্যার।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এবং হাসপাতালের সকল শিক্ষক এবং চিকিৎসকদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।

Special Correspondent:
Related Post