X

“হেম্যাটোলজি সোসাইটি অব বাংলাদেশ”: নতুন মাইলফলক অর্জন

সম্প্রতি বাংলাদেশী হেমাটোলজিস্টদের সংগঠন
‘হেম্যাটোলজি সোসাইটি অব বাংলাদেশ’
একটি নতুন মাইলফলক অর্জন করেছে। এটি এখন ‘হোপ এশিয়া” নামক সংগঠনের অংশীদার সংস্থা হিসাবে নিবন্ধিত হয়েছে।


‘ইউরোপীয় হেমাটোলজি অ্যাসোসিয়েশন'(EHA) হেম্যাটোলজি অনুশীলনের জন্য নতুন সুযোগ এবং হিমাটোলজিস্ট, নার্স এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের হেমাটোলজির চর্চা এবং প্রচারের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা। গত মাসে তারা কলকাতায় HOPE (Highlights of Past EHA meeting) সম্মেলনের আয়োজন করে এবং হেম্যাটোলজি সোসাইটি অব বাংলাদেশকে তাদের অন্যতম অংশীদার প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দেয়। এই সম্মেলনে বাংলাদেশের অনেক প্রসিদ্ধ হেম্যাটোলজিস্টরা উপস্থিত ছিলেন।তাদের মধ্য থেকে ডাঃ আমিন লুৎফুল কবির ও ডাঃ দিলশাদ জাহান সম্মেলনে তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। ইউরোপীয় হেমাটোলজি অ্যাসোসিয়েশন কর্তৃক বাংলাদেশের হেমাটোলজি সোসাইটির সেক্রেটারি জেনারেল প্রফেসর ডাঃ মোঃ আবদুল আজিজকে বাংলাদেশের জন্য সম্মান স্বারক প্রদান করা হয়।


বাংলাদেশের হেমাটোলজি সোসাইটি HOPE ASIA 2020 নামে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ঢাকায়। নতুন একটি সম্ভাবনাময় অর্জন অপেক্ষা করছে বলে ধারনা করছেন চিকিৎসকরা৷

প্ল্যাটফর্ম ফিচার:
শেখ লুৎফুর রহমান তুষার
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ

Platform:
Related Post