X

হাটহাজারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকিঃচট্টগ্রাম বিএমএ’র বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ

তথ্য ও ছবি: ডা. রাকিব, RMO at Alight Hospital (Pvt) Ltd.and DiabeticCenter.Keranihat,Satkania,CTG

গত  ৯ই  অক্টোবার, হাটহাজারি হাসপাতালে  ডা:সৈকত চন্দ্র পাল হুমকির সম্মুখীন হলে চট্টগ্রাম বিএমএ’র সদস্যরা  এই ব্যাপারে দ্রুত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন।

হাটহাজারি হাসপাতালের এমডি

এই প্রসঙ্গে ডা. রাকিব বলেন,
কিছুদিন আগে হাটাজারী আধুনিক হাসপাতালের এমডি কুখ্যাত এডভোকেট জামাল এবং তার ছেলে খারাপ রোগী রেফার করায় আমাদের সহকর্মী ডা:সৈকত এর গায়ে হাত তোলে এবং অপমান করে।এই বিষয়ে বিএমএ চট্টগ্রাম শাখার সম্মানিত নেতৃবৃন্দ আজ কুখ্যাত জামালকে সহ সভা আহবান করেন।
তাই অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই বিএমএ চট্টগ্রাম শাখার সম্মানিত সভাপতি ডা:মুজিবুল হক খান স্যার, সাধারণ সম্পাদক ডা: মো:শরীফ স্যার,বিশেষ করে বিএমএ যুগ্ম সম্পাদক ডা:ফয়সাল ইকবাল চৌধুরী স্যার এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিএমএ সিসি মেম্বার ডা: শওকত এবং ডা: মোহাম্মদ ভাই কে ডা:সৈকত এর ঘটনার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকার জন্য।
এই ঘটনার পর, আজকের বিএমএ সভায় গৃহিত সিদ্বান্তসমূহ-
১-অনির্দিষ্ট কালের জন্য হাটাজারী আধুনিক হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার বন্ধ থাকবে কোন ডাক্তার যাবেননা।
২-কুখ্যাত তথাকতিথ এমডি জামাল কে অব্যহতি দিতে হবে।
৩-নতুন গভর্নিং বডি করে ডাক্তারদের সাথে কোন খারাপ আচরণ করবেনা মর্মে মুচলেকা দিতে হবে।
৪-হাসপাতাল এ রোগী সম্পর্কিত সব সিদ্বান্ত ডাক্তার ছাড়া কেউ নিতে পারবেনা এবং কোন অন্যায় হস্তক্ষেপ করা যাবেনা।

হাটহাজারি হাসপাতালে চিকিৎসক এর উপর হামলার ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানতে ঃ

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (18)

Related Post