X

স্কেচে চিকিৎসকের না বলা কিছু কথা

আমার কাজ ছবি তোলা ছবি আকা না


ছবিটা BSMMU এর সেন্ট্রাল লাইব্রেরীর একটা রিডিং টেবিলে আকা ছিলো, কে একেছেন জানি না
এইটুকু জানি যিনি একেছেন অবশ্যই একজন ডাক্তার
কিন্তু যতবার টেবিলটার পাশ দিয়ে গেছি খালি এটাই মনে হইছে এই ছবি আকার সময় আসলে তিনি কি ভাবছিলেন
লাইব্রেরী নামের বন্দীশালায় বসে নিজের হারানো সুন্দর মূহুর্তগুলি
নাকি তিনি পার্ট ২ পরীক্ষা দিবেন এমন একজন মা যিনি কিনা বাচ্চাকে তার সুন্দর শৈশব উপহার দিতে পারছেন না
নাকি তিনি ছবিটা আকানো শেষ করে ছবির দিকে তাকিয়ে ভাবছিলেন কি হতো তিনি ডাক্তার না হয়ে আজ যদি চিত্রশিল্পী হতেন…..
(ক্ষমা চেয়ে নিচ্ছি শিল্পীর কাছ থেকে তার অনুমতি ছাড়া পোস্ট করার জন্য )
#লাইফ_of_a_কশাই

লেখা ও ফটো ক্রেডিটঃ সুলতানা জাহান লতা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,ঢাকা।

Urby Saraf Anika:

View Comments (1)

  • অই রো'তে মোটামুটি সব টেবিলেই মার্কারে আঁকা অনেক ছবি পাবেন...

Related Post