X

সুনামগঞ্জে মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু

বিভিন্ন মেডিকেল
কলেজে অধ্যয়নরত সুনামগঞ্জের
শিক্ষার্থীদের নিয়ে সুনামগঞ্জে
মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন
যাত্রা শুরু করেছে।
রোববার (১৯ জুলাই) শহরের শহীদ
জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে
দিনব্যাপী আয়োজনে সাজানো
Inauguration Program এর মধ্য দিয়ে
সংগঠনটি যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, সাবেক শিক্ষাসচিব ও
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের
(পিএসসি) সদস্য ড. মোহাম্মদ সাদিক।
মেডিকেল কলেজেপড়া
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,
চিকিৎসাসেবা মহান পেশা। যারা
চিকিৎসক, তারা মানুষের সেবক।
সেবা দিতে হবে হৃদয় দিয়ে, অন্তর
থেকে আন্তরিকতা দিয়ে, কেবল বুদ্ধি
দিয়ে নয়।
তিনি তাঁর বক্তব্যে মেডিকেল
শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে
মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক
কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, চিকিৎসক
ডা. সায়েম রেজা, ডা. মুহিত
আব্দুল্লাহ, ডা. মুনীয়া তাপশী, ডা.
জান্নাত আরা খান এবং ডা.
তোফায়েল আহমদ।
অনুষ্ঠানে সংগঠনের লক্ষ-উদ্দেশ্য
সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা
মেডিকেল কলেজের শেষবর্ষের ছাত্র
সৈকত দাস।
পরে, দিনব্যাপী আড্ডা, গান ও নানা
আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন
করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় শুরু
হওয়া অনুষ্ঠানটি শেষ হয় বিকাল ৩টায়।

লেখাঃ সৈকত দাস
কুমিল্লা মেডিকেল কলেজ ৫ম বর্ষ

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post