X

সরকারি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার ইউজার ফি’র হার পুনর্নিধারণ

প্ল্যাটফর্ম নিউজ, ২০শে আগস্ট, বৃহস্পতিবার, ২০২০

সরকারি হাসপাতাল সমূহের ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষার ইউজার ফি’র হার পুনর্নিধারণ করেছে সরকার। আজ ২০শে আগস্ট, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা হতে এই সংক্রান্ত নির্দেশনা প্রদান করে পরিপত্র জারি করা হয়।

পরিপত্র অনুযায়ী এখন থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য বুথ থেকে সংগৃহীত নমুনার ক্ষেত্রে ১০০( একশত ) টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনার ক্ষেত্রে ৩০০( তিনশত) টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনার ক্ষেত্রে ১০০( একশত) টাকা ইউজার ফি পুনর্নিধারণ করা হয়েছে।

তবে শর্ত হিসেবে বলা হয়েছে-
১.ফি বাবদ আদায়কৃত রাজস্ব নির্দিষ্ট সরকারী কোষাগারে জমা করতে হবে।

২.সরকারি কর্মকর্তা/ কর্মচারীগণের ক্ষেত্রে “চিকিৎসা সুবিধা বিধিমালা” ১৯৭৪ এর আওতায় এ সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহাল থাকবে।

৩.বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরীব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।

এবং ৪.উক্ত ফি সকল সরকারি হাসপাতালের ক্ষেত্রে নির্ধারিত বলে গণ্য হবে।

হৃদিতা রোশনী:
Related Post