X

সপ্তাহজুড়ে পালিত হলো অসহায় মানুষদের জন্য সন্ধানীর “প্রজেক্ট হাসিমুখ”

প্ল্যাটফর্ম নিউজ, ২২ মে, ২০২০, শুক্রবার

“সন্ধানী” মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট দ্বারা পরিচালিত স্বাধীনতা পদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন। সন্ধানীর সৃষ্টিলগ্ন থেকেই সন্ধানী দেশের যে কোন বিপর্যয়ে মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে।
করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সন্ধানী। অসহায় মানুষেদের জন্য সন্ধানীর নতুন কার্যক্রম “প্রজেক্ট হাসিমুখ”। দেশের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী (১৬- ২২ মে, ২০২০) পরিচালিত হলো এই “প্রজেক্ট হাসিমুখ”।

সপ্তাহব্যাপী প্রজেক্ট হাসিমুখের পালিত কার্যক্রমগুলো হচ্ছে:

শনিবার– সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এবং সন্ধানী ক্র‍্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম চট্টগ্রাম জেলার সহযোগিতায় বহদ্দারহাট এলাকায় ইফতার বিতরণ।

রবিবার– ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার রাজশাহী জেলার উদ্যোগে রাজশাহী জেলার কাটাখালীতে খাদ্যসামগ্রী বিতরণ প্রোগ্রাম।সন্ধানী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে ইভেন্ট-ইদের খুশি।(স্থানঃ কিশোরগঞ্জ)

সোমবার– ক্র‍্যাক প্লাটুন ভলান্টিয়ার, ময়মনসিংহ জেলা টিমের উদ্যোগে এস কে হাসপাতালে(কোভিড ডেডিকেটেড) প্রোগ্রাম (ইভেন্ট-সংশপ্তক)। এছাড়া, সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম চট্টগ্রাম জেলা কর্তৃক ত্রাণসামগ্রী প্রদান।

মঙ্গলবার– সন্ধানী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে ডাক্তারদের(কোভিড ডেডিকেটেড শসৈনইমেহা) মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ। সেইসাথে, সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম পাবনা জেলার উদ্যোগে ইদের হাসি(ত্রাণ সাহায্য) কর্মসূচি পালন। সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ২০টি পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান। সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম ঠাকুরগাঁও এর পক্ষ থেকে ইদ সামগ্রী বিতরণ। সন্ধানী বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ ২০০জন মানুষকে ইফতার প্রদান।

বুধবার– সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক ত্রান সামগ্রী প্রদান। সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট ও সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার্স টিম ময়মনসিংহ জেলার সহযোগিতায় ১০০জনকে ত্রাণসামগ্রী বিতরণ।

বৃহস্পতিবার– সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম দিনাজপুর জেলা কর্তৃক ইদের ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী। সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার্স টিম ময়মনসিংহ জেলার সহযোগিতায় ২০০জনকে ইফতার প্রদান।

এবং সর্বশেষ

শুক্রবার– সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম রাজশাহী কর্তৃক এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ। সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে ইদবস্ত্র বিতরণ।

রাফায়েত হোসেন সৌরভ
নিজস্ব প্রতিবেদক

হৃদিতা রোশনী:
Related Post